Personality Tips: আকর্ষণীয় নারী হয়ে উঠবেন কীভাবে, মেনে চলুন কিছু টিপস, ব্যক্তিত্বময়ী হয়ে উঠবেন নিশ্চিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Personality Traits: কী ভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন এ রকম প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনেই থাকে।
advertisement
1/9

*প্রত্যেক পুরুষই চায় জীবনসঙ্গী হিসেবে একজন আকর্ষণীয় নারীকে। কিন্তু কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন এরকম প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনেই থাকে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*আকর্ষণীয় বলতে কি শুধুই দৈহিক সৌন্দর্য? এ প্রসঙ্গে বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস বলেন, আকর্ষণীয় বলতে শুধুই দৈহিক সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব গুণাবলী ও আত্মবিশ্বাস সব মিলিয়ে একজন নারী আকর্ষণীয় হয়ে ওঠে। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*নারীকে আকর্ষণীয় করে তোলে তার আচরণ, কথা বলার দক্ষতা ও কর্ম। শুধু চেহারা দিয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায় না। বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, নিজেকে আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*ইতিবাচক মনোভাব: পরিস্থিতি যেমনই আসুক না কেন কখনোই ভেঙ্গে পড়া চলবে না। সবকিছুতেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। কারণ ইতিবাচক ব্যক্তিত্ব অন্যদেরকেও ইতিবাচকতা অনুসরণ করতে উৎসাহিত করবে। তাই নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*আত্মবিশ্বাস: একজন নারীর মূল ক্ষমতাই হল তার আত্মবিশ্বাস। নারী জানে সে কতটা মূল্যবান আকর্ষণীয় এবং প্রশংসনীয়। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা একদম উচিত নয়। কেউ প্রশংসা না করলেও নিজেকে সব সময় সেরা মনে করতে হবে । এবং নিজেই নিজের প্রশংসা করতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*হাসি: হাসি মুখ প্রত্যেক নারীকেই আকর্ষণীয় করে তোলে।একজন সুন্দর মনের এবং আকর্ষণীয় নারীর মুক্ত ঝরানো হাসি সকলের হৃদয় কে গলিয়ে দেবে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*ইতিবাচক মনোভাব: পরিস্থিতি যেমনই আসুক না কেন কখনোই ভেঙ্গে পড়া চলবে না। সবকিছুতেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। কারণ ইতিবাচক ব্যক্তিত্ব অন্যদেরকেও ইতিবাচকতা অনুসরণ করতে উৎসাহিত করবে। তাই নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*বিনয়ী: একজন নারী তখনই আকর্ষণীয় হয়ে ওঠে যখন সে বিনয়ী থাকে। সকলের কাছে সহানুভূতি থাকলেই তবে সে সকলের কাছাকাছি যেতে পারে। সঠিক পরিমাণে আত্মবিশ্বাসী এবং বিনয়ী হলে একজন নারী আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*সুন্দর কথা বলা: সুন্দরভাবে গুছিয়ে কথা বলাটা সকলের কাছে একজন নারীকে আকর্ষণীয় করে তোলে। তবে বেশি কথা বলা নয়, প্রয়োজনীয় কথা বলাটাই শোভনীয়। এই কিছু কিছু নিয়ম মেনে চললেই আপনিও সকলের কাছে হয়ে উঠবেন আকর্ষণীয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Tips: আকর্ষণীয় নারী হয়ে উঠবেন কীভাবে, মেনে চলুন কিছু টিপস, ব্যক্তিত্বময়ী হয়ে উঠবেন নিশ্চিত