Weekend Trip: জঙ্গল-পাহাড়ে ঘেরা এই রিসর্ট বর্ষায় মোহময়ী, বাঁকুড়ায় এমন জায়গা আছে জানতেন না নিশ্চিত! ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: ছবির মতো আদিবাসী গ্রাম, পাশেই পাহাড়। সেখানেই থাকা খাওয়ার জায়গা বাঁকুড়ার শুশুনিয়ায়। বাঁকুড়ায় পাবেন একদম মনের মতো কটেজে থাকার সুযোগ।
advertisement
1/7

*ছবির মতো থাকা খাওয়ার জায়গা বাঁকুড়ার শুশুনিয়ায়। উত্তরবঙ্গে নয়, এবার বাঁকুড়াতেই পাবেন একদম ছবির বইয়ের মতো কটেজে থাকার সুযোগ।
advertisement
2/7
*বাঁকুড়ার এই অফবিট রিসর্টের নাম
advertisement
3/7
*একদম অন্যরকম অর্গানিক একটি সাজে সাজানো রয়েছে রিসর্টটি। কুলো থেকে শুরু করে জৈব রঙে রাঙানো দেওয়াল।
advertisement
4/7
*এই রিসর্টের রেস্টুরেন্টে বসার চেয়ার টেবিল তৈরি হয়েছে হাতে কাঠ এবং বাঁশ কেটে। প্রতিটি টেবিল এবং চেয়ার ভিন্ন ভিন্ন।
advertisement
5/7
*২৫০০ টাকায় থাকতে পারবেন চারজন। ৭৫০ টাকা আরও অতিরিক্ত দিলে চার বেলা এলাহি খানা-পিনার আয়োজন।
advertisement
6/7
*ব্রেকফাস্ট আলু পরোটা, লুচি, রুটি, ডিম, মিষ্টি। লাঞ্চে সবজি, ডাল, ভাত (দেরাদুন রাইস), কাতলা মাছ,পায়েস, পাঁপড়, চাটনি। বিকেলের স্ন্যাক্সে অনিয়ন পকোড়া, ডিম পকোড়া এবং ডিনার রুটি, ভাত, ভাজা, দেশি চিকেন, মিষ্টি।
advertisement
7/7
*শিউলিবোনা গ্রামে ঢোকার ঠিক আগেই, রাজা চন্দ্র বর্মার শিলালিপির রাস্তা ধরে বাঁদিকে গেলেই খুঁজে পাওয়া যাবে এই রিসর্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: জঙ্গল-পাহাড়ে ঘেরা এই রিসর্ট বর্ষায় মোহময়ী, বাঁকুড়ায় এমন জায়গা আছে জানতেন না নিশ্চিত! ঘুরে আসুন