Expensive Pens in The World: পেন নয় তো যেন হিরের খনি, রাখতে হবে সিন্দুকে! দাম কল্পনাও করতে পারবেন না, লেখায় ঝরবে মুক্তো!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
লিখে দেখবেন নাকি বিশ্বের সবচেয়ে দামি পেন গুলোতে! দেখলেই যেন অবাক হতে হয়
advertisement
1/6

কথায় বলে শখের দাম লাখ টাকা, কিন্তু অনেকেরই শখ থাকে নজরকাড়া পেন ব্যবহার করার বা নিজের সংগ্রহে রাখার। এই পেন কিন্তু খোলা বাজারে পাওয়া ১০ টাকা ২০ টাকা ১০০ টাকা বা ৫০০ টাকার পেন নয়। এই পেনের শখ পূরণের জন্য ব্যয় করতে হয় কোটি টাকা। অবাক হচ্ছেন! জানেন বিশ্বের সবচেয়ে দামি পেনগুলি ঠিক কেমন! দেখুন
advertisement
2/6
মন্তেগ্রাপ্পা ফুলগর নকটারনাস, পেনটির প্রস্তুতকারক সংস্থা ইতালি। ৯০০টি কালো হিরে এবং ১০০টি চুনি খচিত কলমটির দাম প্রায় ৫৫ কোটি টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি কলম
advertisement
3/6
অরোরা ডায়ামান্টে হেভেন গোল্ড পেন, দাম ১০ কোটি টাকা। প্লাটিনামের তৈরি এই পেনে রয়েছে প্রায় ২০০০ টি বিয়ার্স ডায়মন্ড। পেনের নিবটি ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি
advertisement
4/6
কারান ডাচ গথিকা পেন, সম্পূর্ণ হাতে তৈরি কলমের নিবে রয়েছে ১৮ ক্যারাট রোডিয়াম কোটেড গোল্ড। পেনটির গায়ে রয়েছে ওয়েসেলটন ডায়মন্ড এবং ২০ ক্যারাট প্রিমিয়াম রুবি বা চুনি। দাম প্রায় ১ কোটি ১ লক্ষ টাকা
advertisement
5/6
এছাড়াও রয়েছে আরও নানা ধরনের দামি পেন। ব্রুস লি কে বিশেষ শ্রদ্ধা জানিয়েও রয়েছে মন্টেগাপ্পা ড্রাগন ব্রুস লি পেন এডিশন। যা বিশ্বের সবচেয়ে দামি পেনগুলির তালিকার মধ্যে পড়ে
advertisement
6/6
এই পেনগুলি সাধারণত পছন্দ অনুযায়ী সংরক্ষণ করে থাকেন বিশ্বের নামিদামি সংস্থার মালিক, শিল্পপতি, প্রশাসনিক কর্তারা। সাধারণ মানুষের কাছে তাই এই পেনগুলি লেখার নয়, অবাক করার
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Expensive Pens in The World: পেন নয় তো যেন হিরের খনি, রাখতে হবে সিন্দুকে! দাম কল্পনাও করতে পারবেন না, লেখায় ঝরবে মুক্তো!