১ বছর, ২ বছর, ৫ বছর, নাকি ১৮ মাস...? দুই সন্তানের মধ্যে বয়সের 'ফারাক' কত হওয়া উচিত? সঠিক উত্তর বলে দিলেন ডাক্তার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Parenting Tips: এক সন্তানের জন্মের পর দ্বিতীয় সন্তান চান অনেকেই। তবে অনেক বাবা-মায়েরই মনে প্রশ্ন থাকে দুই সন্তানের মধ্যে আদর্শ ব্যবধান কত হওয়া উচিত? এই গ্যাপ কাছাকাছি রাখা ভাল নাকি বেশি রাখা ভাল?
advertisement
1/17

দিন দিন বদলাচ্ছে পরিবার, বিয়ে ও সন্তান ধারণের মতো বিষয়ের ধারণা। মেয়েরা প্রতিটি ক্ষেত্রেই জীবন ও কেরিয়ারে সাফল্যের শিখর ছুঁয়ে চলেছেন আজ। এখন স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করা তাই খুবই স্বাভাবিক বিষয়। আর তাই সন্তান ধারণ নিয়েও পাল্টে গিয়েছে মানসিক ও সামাজিক অবস্থান।
advertisement
2/17
এক সন্তানের জন্মের পর দ্বিতীয় সন্তান চান অনেকেই। তবে অনেক বাবা-মায়েরই মনে প্রশ্ন থাকে দুই সন্তানের মধ্যে আদর্শ ব্যবধান কত হওয়া উচিত? এই গ্যাপ কাছাকাছি রাখা ভাল নাকি বেশি রাখা ভাল?
advertisement
3/17
বর্তমান যুগে বিশেষ করে মেট্রোপলিটন শহরে ঘরে ঘরে এমন পরিস্থিতি বেশি দেখা যায়। যদি স্বামী-স্ত্রী উভয়েই চাকরি করেন, পরিবার পরিকল্পনা এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
advertisement
4/17
আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে এমনই একটি ছোট ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা সমাজের অত্যন্ত জরুরি একটি বিষয়। কিন্তু এই নিয়ে সঠিক ধারণা অনেকের মধ্যেই নেই।
advertisement
5/17
প্রশ্ন হল, আমরা যদি পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং করি, তাহলে দুই সন্তানের বয়সের ব্যবধান ঠিক কত হওয়া উচিত? ভাই-বোন বা দুই ভাই বা দুই বোনের মধ্যে বয়সের আদর্শ পার্থক্য ঠিক কত হলে তা পারফেক্ট? চলুন জেনে নেওয়া যাক সঠিক উত্তর।
advertisement
6/17
এই বিষয়ে আলোকপাত করলেন দিল্লির সিকে বিড়লা হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ আস্থা দয়াল। কম ব্যবধান এবং মাঝারি ব্যবধান কোনটি বেটার, তা স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন চিকিৎসক।
advertisement
7/17
প্রথম এবং দ্বিতীয় শিশুর মধ্যে আদর্শ ব্যবধান কত?দিল্লির সিকে বিড়লা হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ আস্থা দয়াল দ্বিতীয় সন্তান ধারণের আগে বাবা-মায়ের জানা উচিত এমনই আদর্শ ব্যবধানগুলি শেয়ার করেছেন। বিশেষজ্ঞের মতে, দুই বছরেরও কম সময়ের ব্যবধান ঘনিষ্ঠ ভাইবোনের বন্ধন তৈরি করতে পারে, কারণ ভাই-বোন হিসেবে শিশুরা প্রায়শই সেরা বন্ধু হয়ে বেড়ে ওঠে।
advertisement
8/17
চিকিৎসা বিজ্ঞান ও সমাজে বলা হয় দুই সন্তানের বয়সের মধ্যে অন্তত তিন বছরের ব্যবধান থাকতে হবে। ভারত সরকার তার অনেক পরিকল্পনায় একজন মহিলার সুস্থ মা হওয়ার জন্য দুই সন্তানের বয়সের মধ্যে অন্তত তিন বছরের ব্যবধানের কথা বলে।
advertisement
9/17
তবে এটা কোনও লক্ষ্মণ রেখা নয়। সময় বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের চিন্তাধারা। অগ্রাধিকার পরিবর্তন হচ্ছে। এমন পরিস্থিতিতে, কত বছরের মধ্যে আপনার সম্পূর্ণ পরিবার পরিকল্পনা সম্পন্ন করা উচিত?
advertisement
10/17
এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না গেলেও ডাঃ অরুণা কালরা বলেন, একজন নারীকে সুস্থ মা হতে হলে দুই সন্তানের মধ্যে অন্তত দুই বছরের ব্যবধান থাকতে হবে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনও নিয়ম নেই। তিনি বলেন, একজন নারীকে গর্ভাবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর শিশুর জন্মের পর তাকে খাওয়ানো এবং যত্ন নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হয়।
advertisement
11/17
এমতাবস্থায় নতুন মায়ের পোস্ট প্রেগনেন্সি জটিলতা থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগে। দ্বিতীয়ত, নারীর শারীরিক অবস্থাও দেখা জরুরি। শিশুকে স্তনদুগ্ধ খাওয়ানোর কারণে নারীর শরীর দুর্বল হয়ে পড়ে।
advertisement
12/17
সেক্ষেত্রে অনেক সময় তাঁকে সুষম খাবারের পাশাপাশি অনেক সাপ্লিমেন্ট নিতে হয়। এমন পরিস্থিতিতে, একজন ডাক্তার হিসাবে, আমরা প্রথম এবং দ্বিতীয় গর্ভাবস্থার মধ্যে কমপক্ষে দুই বছরের ব্যবধানের পরামর্শ দিই।"
advertisement
13/17
অন্যদিকে, বর্তমানে অনেক দম্পতি আছেন যাঁরা অল্প সময়ের মধ্যেই তাঁদের পরিবার পরিকল্পনা সম্পূর্ণ করতে চান। যাতে তারপরে তাঁরা তাঁদের পেশাগত জীবনের উন্নতিতে মনোনিবেশ করতে পারেন।
advertisement
14/17
এঁরা অনেকসময় দ্রুত দুই সন্তান বা যমজ সন্তান নিতে চান এবং এক বছর থেকে দেড় বছরের মধ্যে তাঁদের বড় করতে চান। এই বাবা মায়েদের ধারণা, এর মাধ্যমে দুই শিশু একসঙ্গে বড় হয়ে যাবে। তাতে খরচ ও সময় দুই সাশ্রয় হবে। আবার এটাও ঠিক যে এতে দুই সন্তানের মধ্যে একটা ভাল বন্ডিং তৈরি হবে। তারা পিঠোপিঠি ভাইবোনের চেয়ে একে অপরের বন্ধু হয়ে উঠবে।
advertisement
15/17
বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এই উভয় পরিস্থিতি তাদের নিজস্ব যুক্তিতে সঠিক। ডঃ অরুণার কথায়, "এক্ষেত্রে স্বামী স্ত্রী নিজেরা যা চান তা বেছে নিতে হবে।" তিনি আরও বলেন, "আপনি যদি সুস্থ থাকেন। আপনি যদি সুষম খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণ করেন তবে আপনি দুই সন্তান ধারণের এই ব্যবধান কিছুটা কমাতেই পারেন।"
advertisement
16/17
ডক্টর অরুণার মতে, "অনেক গবেষণায় এও বলা হয়েছে যে দুই শিশুর মধ্যে ২৭ থেকে ৩২ মাসের ব্যবধান তাদের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। এর ফলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ভাল থাকে।
advertisement
17/17
এই প্রসঙ্গে ডক্টর অরুণা আরও বলেন, দুই শিশুর বয়সের ব্যবধান যত কম হবে, তাঁদের মধ্যে মারামারি তত বেশি হবে। তবে, এই ভাইবোনেরা পাশাপাশি অনেক সুবিধাও পান। তারা একে অপরের খুব কাছাকাছি থাকে মানসিক ভাবে। তাদের মধ্যে অনেক ইতিবাচক সামাজিক দক্ষতা গড়ে ওঠে যা আগামী দিনে ভাল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
১ বছর, ২ বছর, ৫ বছর, নাকি ১৮ মাস...? দুই সন্তানের মধ্যে বয়সের 'ফারাক' কত হওয়া উচিত? সঠিক উত্তর বলে দিলেন ডাক্তার!