Papaya Leaves: ডায়েটিং-এক্সারসাইজকে হার মানায় পেঁপে পাতা, ওজন কমাবে অবিশ্বাস্য হারে, তবে খেতে হবে এই নিয়মেই
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
পেঁপের মত স্বাস্থ্যকর সব্জি খুব কমই আছে। কিন্তু শুধু পেঁপেই নয়, পেঁপে পাতার গুণ-ও মারাত্মক! ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পেঁপে পাতা।
advertisement
1/6

পেঁপের স্বাস্থ্যগুণ কার না জানা? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে ওজন নিয়ন্ত্রণে রাখা, পেঁপের মত স্বাস্থ্যকর সব্জি খুব কমই আছে। কিন্তু শুধু পেঁপেই নয়, পেঁপে পাতার গুণ-ও মারাত্মক! চিকিৎসক কিংশুক প্রামানিক জানান, ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস হল পেঁপে পাতা।
advertisement
2/6
পেঁপে পাতা রক্তে অণুচক্রিকার মাত্রা বৃদ্ধি করে।
advertisement
3/6
পেঁপে পাতায় রয়েছে এক বিশেষ ধরনের এনজাইম যা হজমশক্তি উন্নত করে। হজমের সমস্যায় পেঁপে পাতা দারুণ উপকারী। পেট ফাঁপা, বুকজ্বালা, গ্যাস-অম্বলের মত সমস্যায় মহৌষধের মতো কাজ করে পেঁপে পাতা।
advertisement
4/6
পেঁপের মতো পেঁপে পাতাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর থেকে টক্সিন বাইরে বার করে দেয়। সংক্রমণজাতীয় রোগের সঙ্গে লড়াই করতে শরীরে শক্তি জোগায় এই পাতা।
advertisement
5/6
পেঁপে পাতা ডায়েটারি ফাইবারের উৎস। ফাইবার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই পেঁপে পাতা খেলে ওজন কমে। পেঁপে পাতায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
advertisement
6/6
কী ভাবে খাবেন পেঁপে পাতা?পেঁপে পাতা শুকিয়ে জলের সঙ্গে ফুটিয়ে নিন। তার পর সেই জলটি ছেঁকে গরম গরম খেতে পারেন। ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি কমাতেও এক্সপার্ট এই পাতা
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Papaya Leaves: ডায়েটিং-এক্সারসাইজকে হার মানায় পেঁপে পাতা, ওজন কমাবে অবিশ্বাস্য হারে, তবে খেতে হবে এই নিয়মেই