Panipuri in weight loss: রোগা হয়ে ওজন কমাতে চান? প্রাণ ভরে ফুচকা খান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Panipuri in weight loss: শুধু মুখরোচক স্বাদবাহারেই নয়৷ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলে ফুচকার স্বাস্থ্যগুণও বহু৷
advertisement
1/6

হাজারো স্ট্রিট ফুড এলেও ফুচকার জায়গা এখনও তার মহিমায় উজ্জ্বল৷ শুধু মুখরোচক স্বাদবাহারেই নয়৷ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলে ফুচকার স্বাস্থ্যগুণও বহু৷
advertisement
2/6
যাঁরা রোগা হয়ে ওজন কমাতে চান, তাঁদের জন্য ফুচকা খুবই ভাল৷ ফুচকার সঙ্গে দেওয়া তেঁতুলজলের স্বাদ টকঝাল হওয়ায় খিদে কমে যায়৷ ফলে ক্রমাগত খিদের মুখে টুকটাক খাওয়ার অভ্যাস চলে যায়৷
advertisement
3/6
ফুচকার তেঁতুলজল ও আলুর পুরে নানারকম মশলা থাকে৷ যেগুলির প্রভাব শরীরে ও মনে পড়ে৷ গা বমি ভাব, মুড স্যুইং-সহ বেশ কিছু সমস্যায় কার্যকর এই মশলাগুলি৷
advertisement
4/6
ক্লান্তি দূর করতেও ফুচকার উপকারিতার কথা বলেন ডায়েটিশিয়ানরা৷ বাড়িতে তৈরি করলে কম তেলে ভাজতে পারেন ফুচকা৷ পুষ্টিগুণ বাড়াতে সঙ্গে দিতে পারেন জলজিরাও৷
advertisement
5/6
ভাল তেল, পরিস্রুত জল এবং পরিচ্ছন্নতা থাকলে ফুচকাকে অস্বাস্থ্যকর বলা যাবে না৷ তেঁতুলজলে পুদিনাপাতা, জিরা, হিং-এর মতো উপাদান মিশিয়ে নেওয়া যায়৷ এই উপাদানগুলির প্রভাবে ইনফ্লেম্যাশন ও মেনস্ট্রুয়াল ক্র্যাম্প উপশম হবে৷
advertisement
6/6
তবে ওজন কমানোর জন্য ডায়েটিং করলে ফুচকার সঙ্গে মিষ্টি জল বা চাটনি খাওয়া চলবে না৷