সন্ত্রাসবাদকে সপাটে থাপ্পর...! ৭ দিন না কাটতেই পর্যটকরা পহেলগাঁওয়ে, তুললেন সেলফি, দিলেন বড় বার্তা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pahalgam News Today: যেখানে প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পর্যটকের ভিড় থাকত, সেখানে গত মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরের দিনগুলিতে মাত্র ৫০-১০০ জন দর্শনার্থী দেখা গিয়েছিল। কারণ সেই নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। স্বজনহারা হয়েছেন বহু মানুষ। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে কয়েকশ চোখে। রক্তে ভেসেছে উপত্যকা।
advertisement
1/7

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ঝড়ের মতো কেটে গিয়েছে মাত্র কয়েকটা দিন। দেশ-বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ভয়াবহ জঙ্গি হামলা টার্গেট ছিলেন পর্যটকেরা। তাঁদের মনেই কী ভয় গেঁথে দিতে চাইছে সন্ত্রাসবাদ?
advertisement
2/7
কিন্তু সপ্তাহ না কাটতেই দেখা গেল অন্য ছবি। সেই পহেলগাঁওয়ে পর্যটকদের দেখা গেল সপ্তাহান্তেই। বেশ স্বচ্ছন্দে এই মনোরম রিসর্ট শহরে ঘোরাফেরা করছেন তাঁরা সপরিবারে। তুলছেন সেলফিও।
advertisement
3/7
যেখানে প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পর্যটকের ভিড় থাকত, সেখানে গত মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরের দিনগুলিতে মাত্র ৫০-১০০ জন দর্শনার্থী দেখা গিয়েছিল। কারণ সেই নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। স্বজনহারা হয়েছেন বহু মানুষ। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে কয়েকশ চোখে। রক্তে ভেসেছে উপত্যকা।
advertisement
4/7
সপ্তাহান্তে কিন্তু একেবারে অন্য ছবি। পহেলগাঁওয়ের রাস্তায় শনি-রবি দেখা গেল এক অনবদ্য হৃদয়গ্রাহী দৃশ্য। পর্যটকরা সপ্তাহান্তের খুশি খুশি মেজাজেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভূস্বর্গ সুন্দরীকে।
advertisement
5/7
লিদার নদীর তীরে পহেলগাঁওয়ের জনপ্রিয় "সেলফি পয়েন্ট"-এও ছবি তুলতে এবং সেলফি ক্লিক করতে দেখা গেল পর্যটকদের। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা PTI সূত্রে।
advertisement
6/7
এইদিন বেশিরভাগ পর্যটকই বলেন যে শহরে পর্যটকদের জন্য কোনও নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা না থাকায়, তাঁরা তাঁদের পূর্বেই করা ছুটির পরিকল্পনা না বানচাল করারই সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
7/7
তাছাড়া হোটেল মালিকরা বিশেষ ছাড় দিচ্ছেন। শুধু তাই নয়, কিছু কিছু খাবারের দোকান তো প্রতিটি অর্ডারের সঙ্গে একটি মিল ফ্রি দিচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সন্ত্রাসবাদকে সপাটে থাপ্পর...! ৭ দিন না কাটতেই পর্যটকরা পহেলগাঁওয়ে, তুললেন সেলফি, দিলেন বড় বার্তা