Orange Buying Tips: বাজার থেকে বার বার বাজে কমলালেবু কিনে আনছেন? এ বার মনে রাখুন সহজ টিপস, আর ঠকবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Orange Buying Tips: জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না।
advertisement
1/7

কমলালেবু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে শীতযাপনের সঙ্গে। এই ফলের স্বাদগন্ধ আমাদের শীতকালীন নস্টালজিয়ার অংশ। স্বাদের পাশাপাশি গুণের দিক থেকেও এই ফল অনন্য।
advertisement
2/7
কিন্তু কমলালেবু কিনতে গিয়ে আমরা অনেক সময়েই ঠকে যাই। বাইরে থেকে দেখতে ভাল লাগলেও খাওয়ার সময় বুঝতে পারি কোথায় ঠকে গিয়েছি।
advertisement
3/7
অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে আমরা ঠকে যাই। জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না।
advertisement
4/7
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
advertisement
5/7
আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
advertisement
6/7
রঙই শেষ কথা নয় এক্ষেত্রে। কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
advertisement
7/7
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange Buying Tips: বাজার থেকে বার বার বাজে কমলালেবু কিনে আনছেন? এ বার মনে রাখুন সহজ টিপস, আর ঠকবেন না