TRENDING:

Travel: ১২০০ টাকায় ঘুরে আসুন অচেনা পাহাড়ি এই হ্যামলেট, সঙ্গী শুধুই এক কাপ চা আর নিস্তব্ধতা

Last Updated:
Travel: দার্জিলিংয়ের ভিড় এখানে নেই। চারিদিকে পাইনের জঙ্গল। তারসঙ্গে কাঞ্জনজঙ্ঘার সম্মোহন। অসাধারণ রোমান্টিক পরিবেশ এখানকার। 
advertisement
1/6
১২০০ টাকায় ঘুরে আসুন অচেনা পাহাড়ি এই হ্যামলেট, সঙ্গী শুধুই এক কাপ চা-নিস্তব্ধতা
*দার্জিলিংয়ের কাছেই অফবিট পর্যটন কেন্দ্র চাটাইধুরা। চাটাইধুরা ছোট্ট একটা গ্রাম এখানে সর্বসাকুল্যে ২৫টি বাড়ি রয়েছে। একেবারে ছোট্ট একটা জায়গা। গ্রামের পথে ঘুরতে অসাধারণ লাগে।
advertisement
2/6
*রাস্তায় ধারে বড় বড় পাইন গাছের জঙ্গল রয়েছে। সেখানে রাস্তা ঘুরে বেড়াতেই অসাধারণ লাগবে। এই জায়গাটি একদিকে যেমন অফবিট, তেমনই কম খরচে বেড়ানো যায়। একেবারে বাজেটের মধ্যেই ঘুরে আসা যায় এই চাটাইধুরা।
advertisement
3/6
*দার্জিলিংয়ের ভিড় এখানে নেই। চারিদিকে পাইনের জঙ্গল। তারসঙ্গে কাঞ্জনজঙ্ঘার সম্মোহন। অসাধারণ রোমান্টিক পরিবেশ এখানকার।
advertisement
4/6
*শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িতে আসতে হবে এখানে। শিলিগুড়ি থেকে অসংখ্য শেয়ারগাড়ি ছাড়ে মিরিক যাওয়ার জন্য। আবার ঘুম পর্যন্ত শেয়ার গাড়ি যায়। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই জায়গা।
advertisement
5/6
*একেবারেই ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। নিরিবিলিতে ভালবাসার সঙ্গীকে নিয়ে কাটিয়ে দিতে পারবেন। দার্জিলিং এবং মিরিক ঘুরে নিতে পারবেন। মিরিক লেকে বোটিং করতে পারবেন। লেকের ধারে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন।
advertisement
6/6
*চাটাইধুরাতে খুব বেশি হোমস্টে নেই। দু-তিনটি হোমস্টে রয়েছে। কাজেই আগে থেকে ফোন করে আসা ভাল। অর্থাৎ আগে থেকে খোঁজ নিয়ে হোমস্টে বুক করে বেড়াতে যান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: ১২০০ টাকায় ঘুরে আসুন অচেনা পাহাড়ি এই হ্যামলেট, সঙ্গী শুধুই এক কাপ চা আর নিস্তব্ধতা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল