North Bengal Trip: প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান? তাহলে পাহাড়ের এই গ্রামই আপনার জন্য পারফেক্ট, ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Trip: বাগড়াকোট চা বাগানের মধ্য দিয়ে ঘোরানো পথ দিয়ে যেতে যেতে প্রায় ৫০০০ ফুট উঁচুতে রয়েছে এই ছবির মতো সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা মূলত নেপালি। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। কাছ থেকে তাদের সংস্কৃতি, জীবন জীবিকা, সারল্য, আতিথেয়তা মন কাড়বেই।
advertisement
1/6

*পুজো পার্বনের শেষ! তবে ঘুরতে যেতে বাঙালির কোনও কারণ লাগে না। নিত্যদিনের কাজে ফেরার আগে কোলাহল থেকে দূরে মনকে শান্ত করার নিদারুণ জায়গার রইল খোঁজ। উত্তরের কালিম্পংয়ের ছোট্ট গ্রাম চুইখিম।
advertisement
2/6
*বাগড়াকোট চা বাগানের মধ্য দিয়ে ঘোরানো পথ দিয়ে যেতে যেতে প্রায় ৫০০০ ফুট উঁচুতে রয়েছে এই ছবির মতো সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা মূলত নেপালি। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। কাছ থেকে তাদের সংস্কৃতি, জীবন জীবিকা, সারল্য, আতিথেয়তা মন কাড়বেই।
advertisement
3/6
*পর্যটনের কথা মাথায় রেখে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে এই গ্রামটিকে। পাকদন্ডী ধরে হেঁটে স্থানীয় লিজ নদীতে পৌঁছানো যায় সহজেই। নদীতে জলের প্রবাহ অত্যন্ত বেশি। সবুজ গাছে ঘেরা, অজানা পাখিদের কলতান, ঠান্ডা হিমেল পরিবেশ মন শান্ত করবে নিমেষেই।
advertisement
4/6
*রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারস ট্রিপের সুযোগ। চুইখিমে এলে রক ক্লাইম্বিং, জঙ্গল সাফারি, রাতে তাঁবুতে থাকার সুযোগ রয়েছে৷ এখানে প্রকৃতির মাঝে বসে পড়া লাল-সবুজ চা বাগানের সৌন্দর্য, নদীর কলতান, এবং বৃষ্টির দিনে মেঘের ভেলা যেন এক জাদুকরী পরিবেশ তৈরি করে। আশেপাশে রয়েছে চারখোল, সামতাহার, কাফেরগাঁও, লোলেগাঁও, রিশপ এই পর্যটন স্থানগুলি।
advertisement
5/6
*চুইখিমের অদূরে রয়েছে প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানগুলি, যেখানে আপনি স্বাভাবিক শান্তি ও পরিতৃপ্তি পাবেন। এই অঞ্চলের লোকেরা বিশ্বাস করে, এখানে এলে মানুষ নতুন উদ্যম ও শক্তি নিয়ে ফিরে যায়। এই বিশেষ অনুভূতি আপনাকে চুইখিমের স্মৃতি মনে করিয়ে দেবে, যেখান থেকে আপনি আপনার জীবনের নতুন দিগন্তে পদার্পণ করবেন।
advertisement
6/6
*ভাবছেন কীভাবে পৌঁছবেন এই শান্ত স্নিগ্ধ জায়গায়? চুইখিম একটি অফবিট স্থান হওয়ায় শুধুমাত্র সড়ক পথেই যাওয়া যায়। রেলস্টেশন এনজিপি কিংবা বিমানবন্দর বাগডোগরা নেমে কালিম্পংয়ের একটি গাড়ি ভাড়া করতে হবে। কালিম্পং থেকে মাত্র দু-ঘণ্টার দূরত্বে রয়েছে এই অসাধারণ গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান? তাহলে পাহাড়ের এই গ্রামই আপনার জন্য পারফেক্ট, ঘুরে আসুন