TRENDING:

Weekend Trip: সারাবছর পর্যটকরা ছুটে যান 'এই' জায়গায়, দাঁড়ালেই চোখের সামনে ছবির মতো সারি সারি পাহাড়! ঘুরে আসুন পুজোয়

Last Updated:
Weekend Trip: এ বছর পূুজোর ছুটিতে আপনারও যদি গন্তব্য দার্জিলিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে এই জায়গা। চারিদিকে পাহাড় আর চা বাগান সবুজে ঘেরা প্রকৃতির মাঝে তৈরি হয়েছে এই ভিউ পয়েন্ট। দার্জিলিং পাহাড়ের মিরিকের বুকে লুকিয়ে থাকা এই টিংলিং ভিউ পয়েন্ট যেন পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।
advertisement
1/5
সারাবছর পর্যটকরা ছুটে যান 'এই' জায়গায়, চোখের সামনে ছবির মতো সারি সারি পাহাড়
*সামনেই দুর্গাপুজো সেই অর্থেই পূজোর ছুটিতে প্রচুর পর্যটকদের ঘুরতে যাওয়ার ঠিকানায় প্রথম স্থানে থাকে দার্জিলিং। সেই অর্থেই আগেভাগেই ট্রেনের টিকিট থেকে শুরু করে হোমস্টে সব রেডি, এখন শুধু পুজোর ছুটির অপেক্ষা। সকলের ইচ্ছে থাকে পাহাড়ের নিরিবিলি শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*এবছর পুজোর ছুটিতে আপনারও যদি গন্তব্য দার্জিলিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সেরা ঠিকানা হতে চলেছে এই জায়গা। চারিদিকে পাহাড় আর চা বাগান সবুজে ঘেরা প্রকৃতির মাঝে তৈরি হয়েছে এই ভিউ পয়েন্ট। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি তাহলে মিস করছেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*দার্জিলিং পাহাড়ের মিরিকের বুকে লুকিয়ে থাকা এই টিংলিং ভিউ পয়েন্ট যেন পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসে এক পর্যটক বলেন চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝেই সবুজে ঘেরা চা বাগান সত্যিই অসাধারণ। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*এবার পুজোয় আপনারও যদি গন্তব্য দার্জিলিং হয়ে থাকে তাহলে এই জায়গাটি মনমুগ্ধ করবে আপনার। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে পাহাড়ি চা বাগানে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে হঠাৎই চোখ পড়বে এই টিংলিং ভিউ পয়েন্টে। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি হয়েছে আই লাভ মিরিক। দার্জিলিং যাওয়ার পথে মিরিকের এই টিংলিং ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটালে নিমেষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: সারাবছর পর্যটকরা ছুটে যান 'এই' জায়গায়, দাঁড়ালেই চোখের সামনে ছবির মতো সারি সারি পাহাড়! ঘুরে আসুন পুজোয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল