TRENDING:

North Bengal Trip: হোমস্টের ঘরে বসেই স্বর্গসুখ, ঘুরে আসুন ঘরের কাছের 'এই' গ্রামে, আজীবন মনে থেকে যাবে

Last Updated:
North Bengal Trip: পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বা বন্ধুরা মিলে বেশ জমিয়ে মজা করতে পারবেন এখানে।এখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবেন অনায়াসে।কাজেই আর দেরি না করে ঘুরে আসুন কোলবং।
advertisement
1/5
হোমস্টের ঘরে বসেই স্বর্গসুখ, ঘুরে আসুন ঘরের কাছের 'এই' গ্রামে, আজীবন মনে থাকবে
*পুজোর ছুটিতে যাঁরা একটু অচেনা জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। দার্জিলিংয়ের খুব কাছেই এই জায়গাটির নাম কোলবং। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার সৌন্দর্য অপরিসীম।
advertisement
2/5
*পাহাড়ি জায়গায় কিন্তু সুইমিং পুল পাওয়া যায় না। কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ, সুন্দর পাহাড়ের কোলে সুইমিং পুলে অবগাহনের সুযোগ থাকছে। এখানকার সৌন্দর্য অপরিসীম। প্রকৃতির কোলে যাঁরা নিরিবিলিকে কাটাতে চাইছেন তাঁদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এটি।
advertisement
3/5
*এই অপরিসীম সৌন্দর্যে অধিকারী এই গ্রামটিতে প্রকৃতি যেন তার সবটুকু উজার করে দিয়েছে। একদিকে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তার সঙ্গে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য। পাহাড়, জঙ্গল, তার সঙ্গে পাইন, দেবদারু গাছের সমাহার, অসাধারণ লাগবে।
advertisement
4/5
*সন্ধ্যে থেকে হোমস্টের ব্যালকনিতে শিরশিরে শরতের বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। অসাধারণ লাগবে সেই সৌন্দর্য। মনে হবে এক রাশ হিরে কেউ ছড়িয়ে দিয়েছে সেখানে।
advertisement
5/5
*শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার মতো। কাজেই শিলিগুড়ি থেকে এই জায়গায় আসতে কিছুটা সময় লাগবে। আবার শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং কোনও শেয়ার গাড়িতে এসে সেখান থেকে পৌঁছে যান ডেস্টিনেশনে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: হোমস্টের ঘরে বসেই স্বর্গসুখ, ঘুরে আসুন ঘরের কাছের 'এই' গ্রামে, আজীবন মনে থেকে যাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল