নিস্তব্ধ পাহাড়, রহস্যময় জঙ্গল, দামাল নদী! ১৫ অগাস্টের ছুটিতে ঘুরে আসুন 'এই' পাহাড়ি গ্রামগুলি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Offbeat Destination: পাইন বন, মেঘের ছোঁয়া আর নদীর ধ্বনি একে করে তুলেছে এক স্বপ্নময় গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে এই পাহাড়ি গ্রামগুলি আপনাকে হতাশ করবে না।
advertisement
1/7

*সামনেই পুজো। ছুটি পেলে মন তো চায় উড়ে বেড়াতে। কোথায় যাবেন ভাবছেন? রইল বিশেষ খোঁজ। দক্ষিণবঙ্গ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছেই পাহাড় প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য কালিম্পং জেলার রামধুরা। পাইন বন, মেঘের ছোঁয়া আর নদীর ধ্বনি একে করে তুলেছে এক স্বপ্নময় গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে রামধুরা আপনাকে হতাশ করবে না।
advertisement
2/7
*কালিম্পং থেকে ৪৩ কিমি ও শিলিগুড়ি থেকে ১০০ কিমি দূরের কাফেরগাঁও যেন প্রকৃতির আঁকা ছবি। নেওরাভ্যালি ন্যাশনাল পার্কের সূচনাবিন্দু এই জায়গাটি পাখি ও প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। পাহাড় ঘেরা গ্রামটিতে রয়েছে বৌদ্ধ মন্দির, পাখি পর্যবেক্ষণ কেন্দ্র ও মেঘে মোড়া বনভূমি।
advertisement
3/7
*পাহাড়ের কোলে ছোট্ট নির্জন একটি গ্রাম, যেখানে রয়েছে ঝর্ণার কলতান, ঝুলন্ত ব্রিজ ও শান্ত নদী। এখানে দেখা যায় হামিংবার্ড, থ্রাশ বার্ড, কাঠঠোকরা, রঙিন ফুল আর মাঝে মাঝে হরিণ বা বাইসনের ছায়া। হানিমুন বা প্রকৃতি নির্ভর অ্যাডভেঞ্চারের জন্য এটি নিখুঁত গন্তব্য।
advertisement
4/7
*৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত সানটোক গ্রাম থেকে দেখা যায় তিব্বতের বরফঢাকা পাহাড়শ্রেণি। কালিম্পং থেকে ২০ কিমি দূরের এই পাহাড়ি গ্রামে শেরপা ও লেপচাদের তৈরি কটেজগুলো আপনাকে পাহাড়ের জীবনের সঙ্গে একাত্ম করে দেবে। জানালার পর্দা সরালেই ধরা দেয় রঙিন পাহাড়ের বাহার।
advertisement
5/7
*কালিম্পং জেলার পেডংয়ের পাশের গ্রাম কাগে এক নিঃশব্দ, ছবির মতো সুন্দর জায়গা। পাইন, ওক, ধুপি গাছে ঢাকা এই গ্রামের বারান্দায় বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। নীল আকাশ, পাহাড়ের গায়ে রঙিন ফুল আর শান্ত পরিবেশ একে করে তুলেছে এক আদর্শ স্বপ্নবিলাস।
advertisement
6/7
*বর্ষাকালে ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকলেও তার সৌন্দর্য প্রকাশ পায় অন্যরূপে। পাতার ফাঁকে বৃষ্টির শব্দ, কুয়াশা আর মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকা বন্যপ্রাণী এই অভিজ্ঞতা অনন্য। রামসাই ও গরুমারার পাশের হোমস্টেতে থাকলেই মূর্তি ও কুর্তি নদীর ধারে এই সৌন্দর্য উপভোগ করা যায়।
advertisement
7/7
*উত্তরবঙ্গের শেষপ্রান্তে আলিপুরদুয়ার জেলার জঙ্গল এলাকা ভরা রহস্য ও রোমাঞ্চে। এখানে জিপ সাফারি বা হোমস্টে অভিজ্ঞতায় আপনি ঘন জঙ্গলের নিস্তব্ধতা, বিভিন্ন বন্যপ্রাণী ও গভীর সবুজের মায়া টের পাবেন। পাখির কলতান আর হরিণের চলাফেরা যেন প্রকৃতির নিজস্ব ভাষা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নিস্তব্ধ পাহাড়, রহস্যময় জঙ্গল, দামাল নদী! ১৫ অগাস্টের ছুটিতে ঘুরে আসুন 'এই' পাহাড়ি গ্রামগুলি