TRENDING:

Neel Sashthi Vrat 2024: সন্তানের মঙ্গলকামনায় নীলষষ্ঠী ব্রত করেন? এভাবে পুজো করলে সন্তানের কল্যাণ ও শুভ হবে

Last Updated:
Neel Sashthi Vrat 2024: নীলষষ্ঠী আসলে ভগবান শিবের পুজো। সন্তানের মঙ্গলকামনা করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি। তাই সেদিন যে তিথিই হোক না কেন, বলা হয় নীলষষ্ঠী। এই ব্রত পালনের সময় কী কী করবেন, কীভাবে পুজো দেবেন, জেনে নিন
advertisement
1/12
এ বছর নীলষষ্ঠী ব্রত কবে? জানুন কীভাবে পুজো করলে সন্তানের মঙ্গল ও শুভ হবে
সন্তান সন্ততির মঙ্গল ও কল্যাণকামনায় গৃহিণীরা নীলষষ্ঠী ব্রত পালন করেন। যুগ যুগ ধরে এই লৌকিক পার্বণ পালিত হয়ে আসছে বাংলার ঘরে ঘরে।
advertisement
2/12
সাধারণত চৈত্র মাসে চড়কপুজোর একদিন বা দু’দিন আগে পালিত হয় নীলষষ্ঠী ব্রত।
advertisement
3/12
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷
advertisement
4/12
নীলষষ্ঠী আসলে ভগবান শিবের পুজো। সন্তানের মঙ্গলকামনা করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি। তাই সেদিন যে তিথিই হোক না কেন, বলা হয় নীলষষ্ঠী।
advertisement
5/12
এই ব্রত পালনের সময় কী কী করবেন, কীভাবে পুজো দেবেন, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
6/12
দেবাদিদেব মহাদেবের পুজোয় অভিষেকে শঙ্খধ্বনি করা হয় না। সে বিষয়ে সতর্ক থাকুন।
advertisement
7/12
মহাদেবের মাথায় জল ঢালার জন্য লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। সব সময় পিতল, তাম্রপাত্র বা অন্য কোনও ধাতুর পাত্র থেকে জল অর্পণ করুন।
advertisement
8/12
প্যাকেটের দুধের বদলে নিবেদন করুন গরুর খাঁটি দুধ। দুধ না পেলেও ক্ষতি নেই। শুধু জলেই মহাদেব সন্তুষ্ট।
advertisement
9/12
মহাদেবের পুজোয় তুলসিপাতা ব্যবহার করবেন না। সাদা ফুল অর্পণ করলেও চম্পা ও কেতকী ফুল পুজোয় দেবেন না।
advertisement
10/12
মহাদেবের পুজোয় সিঁদুরও ব্যবহার করতে নেই। রাখবেন না হলুদ রঙের কোনও জিনিসও।
advertisement
11/12
নারকেলের জল শিবপুজোয় নিবেদন করবেন না। অর্পণ করতে পারেন ডাবের জল। চালের গুঁড়ো কখনওই দেবেন না। সৌভাগ্য ও শুভ ফল পেতে দিন গোটা আতপ চাল।
advertisement
12/12
নীলপুজোয় অবশ্যই পাঠ করবেন নীলষষ্ঠীর ব্রতকথা। এ দিন উপবাস ভঙ্গ করুন সাত্তিক আহার গ্রহণ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neel Sashthi Vrat 2024: সন্তানের মঙ্গলকামনায় নীলষষ্ঠী ব্রত করেন? এভাবে পুজো করলে সন্তানের কল্যাণ ও শুভ হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল