Neelsashthi Offerings 2024: নীলষষ্ঠীতে এই ২ ফল ও ‘এই’ কালো দানা অবশ্যই নিবেদন করুন বাবা মহেশ্বরকে, সন্তানের কল্যাণ হবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Neelsashthi Offerings 2024: শুক্রবার নীলষষ্ঠী ব্রত পালন করবেন? সন্তানের মঙ্গলকামনায় নীলের ঘরে বাতি প্রজ্বলন করবেন? চৈত্র মাসে এই লৌকিক পার্বণ পালন করার আগে জানুন বিশেষ কিছু নিয়ম। নীলষষ্ঠী ব্রত পালনে ব্রতীরা অবশ্যই সেই নিয়মগুলি পালন করুন। তাহলে ব্রতপালনের শ্রেষ্ঠ ফল লাভ করবেন।
advertisement
1/10

শুক্রবার নীলষষ্ঠী ব্রত পালন করবেন? সন্তানের মঙ্গলকামনায় নীলের ঘরে বাতি প্রজ্বলন করবেন? চৈত্র মাসে এই লৌকিক পার্বণ পালন করার আগে জানুন বিশেষ কিছু নিয়ম।
advertisement
2/10
নীলষষ্ঠী ব্রত পালনে ব্রতীরা অবশ্যই সেই নিয়মগুলি পালন করুন। তাহলে ব্রতপালনের শ্রেষ্ঠ ফল লাভ করবেন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/10
সামান্য উপকরণে ঘরোয়া উপায়ে এই ব্রতপালন করা যায়। সন্তান সন্ততির কল্যাণকামনায় প্রজ্বলন করা যায় নীলের ঘরের বাতি। শুধু মনে রাখতে হবে কিছু নিয়ম ও রীতি নীতি।
advertisement
4/10
নীলষষ্ঠীর পুজোর অর্ঘ্যে রাখুন ৫ টি গোটা ফল। তার মধ্যে অবশ্যই নিবেদন করুন বেল এবং বৃন্ত-সহ একটি কাঁচা আম। নৈবেদ্যে ফল কেটে দিলেও পুজোর ডালিতে নিবেদন করুন গোটা ফল।
advertisement
5/10
নীলষষ্ঠীতে মহাদেবের পাশাপাশি পূজিত হন দেবী নীলাবতী নীল চণ্ডিকাও। তাই পুজোর অর্ঘ্যে অবশ্যই রাখুন নীল অপরাজিতা। একান্তই না পাওয়া গেলে দিন সাদা অপরাজিতা।
advertisement
6/10
অপরাজিতার সঙ্গে পুজোয় নিবেদন করুন মহেশ্বরের প্রিয় আকন্দ এবং হলুদ কল্কে ফুলও। সঙ্গে অবশ্যই অর্ঘ্য দিন অখণ্ড ত্রিপত্র বিল্বপত্র বা বেলপাতা। মা ষষ্ঠীকে লাল ফুল নিবেদন করলেও মহেশ্বরকে লাল ফুল নিবেদন করবেন না।
advertisement
7/10
সন্তানের সুস্থতা কামনা করে নীলষষ্ঠীতে মহাদেবকে অর্পণ করুন কালো তিল। সরাসরি নিবেদন করতে পারেন। অথবা দুধ বা গঙ্গাজল বা বিশুদ্ধ জলে মিশিয়েও অর্পণ করতে পারেন।
advertisement
8/10
মহেশ্বরকে যদি গঙ্গাজল বা এমনি বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেটা তামার পাত্রে রাখুন। কিন্তু পঞ্চামৃত তামার পাত্রে নিবেদন করবেন না। পিতল বা কাঁসার পাত্র সেক্ষেত্রে ব্যবহার করবেন না। লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না।
advertisement
9/10
দেবাদিদেব মহাদেবের নৈবেদ্যে সাদা রঙের মিষ্টান্ন অবশ্যই রাখুন। নিবেদন করুন অখণ্ড আতপ চাল। সব সময় উত্তরদিকে মুখ করে মহাদেবের পুজো করুন। সম্ভব হলে দাঁড়িয়ে না থেকে বসে অর্ঘ্য নিবেদন করুন।
advertisement
10/10
নীলষষ্ঠীতে নীলের ঘরে বাতি অবশ্যই প্রজ্বলন করুন সন্তানের মঙ্গলকামনায়। পুজো এবং ব্রত সমাপনে পাঠ করুন নীলষষ্ঠীর ব্রতকথা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neelsashthi Offerings 2024: নীলষষ্ঠীতে এই ২ ফল ও ‘এই’ কালো দানা অবশ্যই নিবেদন করুন বাবা মহেশ্বরকে, সন্তানের কল্যাণ হবে