Sundarban Honey: ত্বকে মোম গড়াবে, সিজন চেঞ্জে দূর হবে সর্দি-হাঁচি-কাশির সমস্যা, সুন্দরবনের মধু ধন্বন্তরি, কীভাবে পাবেন?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
নিয়মিত সুন্দরবনের মধু সেবনে শরীর থাকে রোগমুক্ত, সক্রিয় ও প্রাণবন্ত। এটি শরীরের ক্লান্তি দূর করে শক্তি যোগায় এবং মনকে প্রফুল্ল রাখে। প্রকৃতির এই অমূল্য উপহার শুধু স্বাদের নয়, সুস্বাস্থ্যেরও রক্ষাকবচ— তাই সুন্দরবনের মধু আজ সত্যিই এক সোনালি আশীর্বাদ।
advertisement
1/6

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাঘ বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার মধুর জন্যও সমানভাবে বিখ্যাত। নানা অজানা ফুল, গাছ ও উদ্ভিদের নেকটার মিশ্রণে তৈরি হয় এই মধু, যা স্বাদ, ঘ্রাণ এবং গুণে অন্য সব মধুর থেকে আলাদা। দেশ-বিদেশে এই মধুর চাহিদা ক্রমশ বাড়ছে। যদিও কিছুটা দামি, তবুও এর খাঁটি স্বাদ ও গুণাগুণ মানুষকে বারবার টানে।
advertisement
2/6
সুন্দরবনের মিশ্র ফুলের মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। এতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা দেহের ব্যাকটেরিয়া ও জীবাণু দূর করে সুস্থ রাখে। নিয়মিত এই মধু খেলে সর্দি, জ্বর, ঠান্ডা-জাতীয় ছোটখাটো রোগ সহজে হয় না।
advertisement
3/6
সুন্দরবনের মধু ত্বকের জন্যও এক অনন্য প্রাকৃতিক রূপচর্চার উপাদান। এটি ত্বকের ময়লা ও জীবাণু দূর করে, মরা কোষ ও কালো দাগ হালকা করে ত্বককে উজ্জ্বল ও কোমল করে তোলে। অনেকেই এই মধু মুখে মেখে সৌন্দর্যচর্চা করেন এবং খাওয়ার মাধ্যমে ত্বকের ভেতর থেকেও উজ্জ্বলতা ধরে রাখেন।
advertisement
4/6
এই মধু শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ এতে বিভিন্ন ফুলের নেকটারের সমন্বয়ে এমন সব উপাদান থাকে যা শরীরের রক্তসঞ্চালন ব্যবস্থাকে সক্রিয় রাখে। পাশাপাশি, হজমশক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এনজাইমও এতে প্রচুর পরিমাণে বিদ্যমান, ফলে এটি প্রাকৃতিক হজম-উত্তেজক হিসেবে কাজ করে।
advertisement
5/6
এই মধুতে উপস্থিত প্রাকৃতিক খনিজ, ভিটামিন ও পুষ্টি উপাদান দেহের যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এটি এক ধরনের প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে, যা শরীরের জীবনীশক্তি ও উদ্যম বজায় রাখে। পাশাপাশি, প্রতিদিন সকালে খালি পেটে এই মধু খেলে গ্যাস্ট্রিক ও পেটের অন্যান্য সমস্যাও দূর হয়।
advertisement
6/6
নিয়মিত সুন্দরবনের মধু সেবনে শরীর থাকে রোগমুক্ত, সক্রিয় ও প্রাণবন্ত। এটি শরীরের ক্লান্তি দূর করে শক্তি যোগায় এবং মনকে প্রফুল্ল রাখে। প্রকৃতির এই অমূল্য উপহার শুধু স্বাদের নয়, সুস্বাস্থ্যেরও রক্ষাকবচ— তাই সুন্দরবনের মধু আজ সত্যিই এক সোনালি আশীর্বাদ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sundarban Honey: ত্বকে মোম গড়াবে, সিজন চেঞ্জে দূর হবে সর্দি-হাঁচি-কাশির সমস্যা, সুন্দরবনের মধু ধন্বন্তরি, কীভাবে পাবেন?