Narali Purnima 2023: সমুদ্রদেবতাকে উৎসর্গ করা হয় নারকেল! আজ নারালি পূর্ণিমার শুভক্ষণ ও মাহাত্ম্য জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Narali Purnima 2023: দেশের পশ্চিমপ্রান্তে কোঙ্কণ উপকূলে মৎস্যজীবীদের কাছে এই তিথি তথা পার্বণ খুবই গুরুত্বপূর্ণ
advertisement
1/7

ভারতের মতো বৈচিত্র সমৃদ্ধ দেশে এক এক তিথি ধরা দেয় এক এক রকম নামে৷ দেশের বিভিন্ন প্রান্তে পাল্টে যায় তিথির নাম৷ যেমন, বুধ ও বৃহস্পতিবারের রাখিপূর্ণিমা দেশের এক প্রান্তে পরিচিত ‘নারালি পূর্ণিমা’ নামে৷
advertisement
2/7
নারালি শব্দের অর্থ নারকেল৷ নারালি পূর্ণিমা উৎসর্গ করা হয় বরুণদেবের নামে৷ দেশের পশ্চিমপ্রান্তে কোঙ্কণ উপকূলে মৎস্যজীবীদের কাছে এই তিথি তথা পার্বণ খুবই গুরুত্বপূর্ণ৷
advertisement
3/7
মৎস্যজীবীদের জীবনে বড় ভূমিকা পালন করে সমুদ্র৷ তাই এই তিথিতে তাঁরা উপাসনা ও বন্দনা করেন সমুদ্রদেবতা বরুণদেবের৷ যাতে তাঁদের জীবন সংগ্রাম বিপন্মুক্ত হয়৷
advertisement
4/7
নারালি পূর্ণিমা তিথিতে ব্রতীরা উপবাস ব্রত পালন করেন৷ উপবাস পালন করে তাঁরা বরুণদেবের পুজো করেন৷
advertisement
5/7
সমুদ্রদেবতাকে নারকেল উৎসর্গ করেন ভক্তরা৷ প্রচলিত বিশ্বাস, এই তিথি পালন করলে গভীর সমুদ্রে বাতাস অনুকূলে থাকে৷ স্রোত, বাতাস অনুকূলে থাকলে তবেই মৎস্যশিকারিদের সুবিধে হয় মাছ ধরার সময়৷
advertisement
6/7
প্রাচীন কাল থেকে রীতি নীতি ও সংস্কৃতি অনুযায়ী এই নারালি পূর্ণিমা ব্রত পালন করে আসছেন কোঙ্কণ উপকূলের মৎস্যশিকারিরা৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Narali Purnima 2023: সমুদ্রদেবতাকে উৎসর্গ করা হয় নারকেল! আজ নারালি পূর্ণিমার শুভক্ষণ ও মাহাত্ম্য জানুন