Mosquitoes: মশারা সহ্য করতে পারে না ৫টি গন্ধ! মশার কামড় ও গুনগুন শব্দ থেকে বাঁচতে জেনে রাখুন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mosquitoes: মশাদেরও কিছু পছন্দ অপছন্দ আছে। নিজেদের অপছন্দের গন্ধ পেলে তারা খুব একটা ধারে কাছে আসে না।
advertisement
1/8

মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বেলা গড়িয়ে বিকেল হতেই তাদের ব্যস্ততা বেড়ে যায় নিমেশে। আবার মাঝে মধ্যে মাথার উপরেও একঝাঁক ঘুরে বেড়ায়। তবে আরও যন্ত্রণাদায়ক হয়, যখন রাতে ঘুমের সময়ে কানের সময় মশার গুনগুন গান শোনা। মশারি সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় কি আর মশারি নিয়ে ঘোরা সম্ভব। রয়েছে আরও একটি সমাধান।
advertisement
2/8
মশাদেরও কিছু পছন্দ অপছন্দ আছে। নিজেদের অপছন্দের গন্ধ পেলে তারা খুব একটা ধারে কাছে আসে না। জেনে নেওয়া যাক কী সেই গন্ধ।
advertisement
3/8
১) রসুন- রসুনের কড়া গন্ধ মোটেই পছন্দ নয় মশাদের। এমনকি যাঁরা রসুন বেশি খায়, তাদের রক্ত পান করাও খুব একটা পছন্দ নয় মশাদের।
advertisement
4/8
২) বেসিল- বেসিল পাতার গন্ধ পছন্দ নয় মশাদের। বাড়িতে এই গাছ রাখতেই পারেন। এই গাছের পাতার নির্যাস থেকে তৈরি তেল মশা দূর করতে খুবই কার্যকরী।
advertisement
5/8
৩) পুদিনা পাতা- আইসড টি, মোহিতোর মতো ড্রিঙ্কে পুদিনা পাতা ব্যবহার করা হয়। চুইং গামেও এই ফ্লেভার ব্যবহার করা হয়। এই পাতার নির্যাস থেকে তৈরি তেলের গন্ধে মশা দূরে থাকে।
advertisement
6/8
৪) লেমনগ্রাস- লেমনগ্রাসের নির্যাস থেকে তৈরি তেলের গন্ধও মশা দূরে রাখতে সাহায্য করে।
advertisement
7/8
৫) নিমপাতা- এছাড়া আছে নিম পাতা। মশার কামড় থেকে বাঁচতে গায়ে হাত পায়ে নিম তেল মেখে নিতে পারেন। ধারেকাছেও ঘেঁসবে না মশা।
advertisement
8/8
তবে কিছু গন্ধ আছে যা মশাদের বেশ পছন্দ। যেমন মিষ্টির গন্ধ এবং ফুল দিয়ে তৈরি পারফিউম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquitoes: মশারা সহ্য করতে পারে না ৫টি গন্ধ! মশার কামড় ও গুনগুন শব্দ থেকে বাঁচতে জেনে রাখুন