TRENDING:

Monsoon Travel Destination: বর্ষার ফাটাফাটি গন্তব্য, বাংলা-সিকিমের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম, নামমাত্র খরচে ঘুরে আসুন! ক্লান্তি দূর হবে, মন হবে শান্ত 

Last Updated:
বর্ষাতে এই গ্রাম একেবারে অন্যরকম। পাহাড়ের সহজ সরল জীবন, নির্জন মনাস্ট্রি, রংবেরঙের ছোট ছোট বাড়ি সব মিলিয়ে মায়াবী পরিবেশ।
advertisement
1/6
বর্ষার ফাটাফাটি গন্তব্য,বাংলা-সিকিমের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম,কম খরচে ঘুরে আসুন
বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সেই কাঠফাটা গরম আর নেই। আর এই বৃষ্টির দিনগুলোতে আরও সবুজে সবুজ হয়ে যায় পাহাড়। নির্জন পাহাড়ি রাস্তা। কোনটা মেঘ আর কোনটা কুয়াশা আলাদা করতে পারবেন না।
advertisement
2/6
এই বর্ষায় ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের কাগে। নামটা কেমন অদ্ভুত লাগছে তাই না! কিন্তু জায়গাটা একেবারে ফাটাফাটি। বাংলা আর সিকিম সীমান্তের একেবারে ধার ঘেঁষে এই নির্জন পাহাড়ি গ্রাম।
advertisement
3/6
শুধু নির্জন বললে মনে হয় খুব কম বলা হয়। পাহাড়ের একেবারে মাথায় রয়েছে হোমস্টে। সেখান থেকে যখন চার পাশটা যখন তাকাবেন মনে হবে যেন আদিম কোন জায়গায় আপনি একলা। আর দূরে দেখা যাচ্ছে সভ্যতার আলো। এক অদ্ভুত অনুভূতি।
advertisement
4/6
কাগের সবথেকে দুটি বিশেষত্ব হল পাহাড়ের কিছুটা উপরে উঠে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। আর এখানকার নাম না জানা পাখির দল।
advertisement
5/6
এখান থেকে রিশপ মাত্র ১০ কিলোমিটার। পেডং খুব বেশি দূরে নয়। পাহাড়ের চূড়া থেকে সিকিমের একাধিক গ্রাম আপনি দেখতে পাবেন। কোলাখামের কাছের জলপ্রপাতে এখান থেকে যাওয়া যায়। চারপাশে সবুজে সবুজ। মেঘের দলে কখন যে হারিয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না।
advertisement
6/6
এনজেপি থেকে কালিম্পং, পেডং হয়ে আসতে পারেন কাগে। আবার লাভা রিশপ হয়েও আসতে পারেন এখানে।এনজেেপি থেকে কাগের দূরত্ব মোটামুটি ১০৫ কিলোমিটার। গাড়ি ভাড়া করে সরাসরি আসতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Travel Destination: বর্ষার ফাটাফাটি গন্তব্য, বাংলা-সিকিমের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম, নামমাত্র খরচে ঘুরে আসুন! ক্লান্তি দূর হবে, মন হবে শান্ত 
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল