Termites: উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দরজা, দেওয়ালেরও! ঝাঁঝরা করে দিচ্ছে ঘুনপোকা? বাড়িতেই বানান ব্রহ্মাস্ত্র, খরচ মাত্র ১০ টাকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Termites:বাড়ির আসবাবপত্র থেকে কাঠের দরজা, জানালা। ঘুনপোকা ধরে যায় সমস্ত কাঠের জিনিসপত্রে। কুরে কুরে খেতে থাকে জিনিসপত্র। তবে শুধুমাত্র কাঠের জিনিসপত্রই নয়, উই হামলা করতে পারে বাড়ির দেওয়ালেও।
advertisement
1/7

বর্ষাকালে সবচেয়ে বেশি বাড়ে পোকামাকড়ের উপদ্রব। গরম থেকে স্বস্তি মিললেও বেড়ে যায় পোকার সমস‍্যা। বিশেষত বর্ষায় একটি বড় সমস‍্যার সৃষ্টি করে উইপোকা।
advertisement
2/7
বাড়ির আসবাবপত্র থেকে কাঠের দরজা, জানালা। ঘুনপোকা ধরে যায় সমস্ত কাঠের জিনিসপত্রে। কুরে কুরে খেতে থাকে জিনিসপত্র। তবে শুধুমাত্র কাঠের জিনিসপত্রই নয়, উই হামলা করতে পারে বাড়ির দেওয়ালেও।
advertisement
3/7
জিনিসপত্র খারাপ হওয়ার পাশাপাশি, নষ্ট হতে থাকে সৌন্দর্য। পছন্দের আসবাবের সর্বনাশ করে দেয় উই। এমনকী এই নিরীহ দেখতে প্রাণীটি কিন্তু কামড়ও দিতে পারে। এতে ত্বকেরও ক্ষতি হতে পারে।
advertisement
4/7
বাজারে উই তাড়ানোর বিভিন্ন রাসায়নিক ওষুধ পাওয়া গেলেও এগুলি বেশিদিনের জন‍্য উইয়ের উত্‍পাত থামাতে পারে না। কয়েকদিনের জন‍্য উইপোকার হামলা কমলেও ফের ফিরে আসে উই।
advertisement
5/7
আসলে উইয়ের ডিম যদি থেকে যায়, তবে ফের আবার নতুন উই খুব দ্রুত তৈরি হয়ে যায়। তবে একটি ঘরোয়া উপায়ে দিব‍্যি ঠেকানো যায় উইয়ের উত্‍পাত।
advertisement
6/7
খরচও বেশি নয়, মাত্র ১০ টাকাতেই দিব‍্যি ঠেকানো যায় উইকে। ঘুনপোকা, উইপোকাকে চিরকালের জন‍্য বিদায় জানানোর ব্রহ্মাস্ত্র বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। বলা যেতে একটি শক্তিশালী ইঞ্জেকশন।
advertisement
7/7
এবার এটি ব‍্যবহার করার সেরা উপায় হল পুরনো ইঞ্জেকশনের ভরে উই ধরে যাওয়া অংশে স্প্রে করা। এই পুরো তরলটিকে সিরিঞ্জে ভরে স্প্রে করে দিলেই উইয়ের বংশ ধ্বংস হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Termites: উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দরজা, দেওয়ালেরও! ঝাঁঝরা করে দিচ্ছে ঘুনপোকা? বাড়িতেই বানান ব্রহ্মাস্ত্র, খরচ মাত্র ১০ টাকা