TRENDING:

Termites: উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দরজা, দেওয়ালেরও! ঝাঁঝরা করে দিচ্ছে ঘুনপোকা? বাড়িতেই বানান ব্রহ্মাস্ত্র, খরচ মাত্র ১০ টাকা

Last Updated:
Termites:বাড়ির আসবাবপত্র থেকে কাঠের দরজা, জানালা। ঘুনপোকা ধরে যায় সমস্ত কাঠের জিনিসপত্রে। কুরে কুরে খেতে থাকে জিনিসপত্র। তবে শুধুমাত্র কাঠের জিনিসপত্রই নয়, উই হামলা করতে পারে বাড়ির দেওয়ালেও।
advertisement
1/7
উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দেওয়ালেরও! ঝাঁঝরা করছে ঘুনপোকা? ১০ টাকায় ব্রহ্মাস্ত্র
বর্ষাকালে সবচেয়ে বেশি বাড়ে পোকামাকড়ের উপদ্রব। গরম থেকে স্বস্তি মিললেও বেড়ে যায় পোকার সমস‍্যা। বিশেষত বর্ষায় একটি বড় সমস‍্যার সৃষ্টি করে উইপোকা।
advertisement
2/7
বাড়ির আসবাবপত্র থেকে কাঠের দরজা, জানালা। ঘুনপোকা ধরে যায় সমস্ত কাঠের জিনিসপত্রে। কুরে কুরে খেতে থাকে জিনিসপত্র। তবে শুধুমাত্র কাঠের জিনিসপত্রই নয়, উই হামলা করতে পারে বাড়ির দেওয়ালেও।
advertisement
3/7
জিনিসপত্র খারাপ হওয়ার পাশাপাশি, নষ্ট হতে থাকে সৌন্দর্য। পছন্দের আসবাবের সর্বনাশ করে দেয় উই। এমনকী এই নিরীহ দেখতে প্রাণীটি কিন্তু কামড়ও দিতে পারে। এতে ত্বকেরও ক্ষতি হতে পারে।
advertisement
4/7
বাজারে উই তাড়ানোর বিভিন্ন রাসায়নিক ওষুধ পাওয়া গেলেও এগুলি বেশিদিনের জন‍্য উইয়ের উত্‍পাত থামাতে পারে না। কয়েকদিনের জন‍্য উইপোকার হামলা কমলেও ফের ফিরে আসে উই।
advertisement
5/7
আসলে উইয়ের ডিম যদি থেকে যায়, তবে ফের আবার নতুন উই খুব দ্রুত তৈরি হয়ে যায়। তবে একটি ঘরোয়া উপায়ে দিব‍্যি ঠেকানো যায় উইয়ের উত্‍পাত।
advertisement
6/7
খরচও বেশি নয়, মাত্র ১০ টাকাতেই দিব‍্যি ঠেকানো যায় উইকে। ঘুনপোকা, উইপোকাকে চিরকালের জন‍্য বিদায় জানানোর ব্রহ্মাস্ত্র বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। বলা যেতে একটি শক্তিশালী ইঞ্জেকশন।
advertisement
7/7
এবার এটি ব‍্যবহার করার সেরা উপায় হল পুরনো ইঞ্জেকশনের ভরে উই ধরে যাওয়া অংশে স্প্রে করা। এই পুরো তরলটিকে সিরিঞ্জে ভরে স্প্রে করে দিলেই উইয়ের বংশ ধ্বংস হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Termites: উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দরজা, দেওয়ালেরও! ঝাঁঝরা করে দিচ্ছে ঘুনপোকা? বাড়িতেই বানান ব্রহ্মাস্ত্র, খরচ মাত্র ১০ টাকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল