TRENDING:

Mole : ঠোঁট, নাক নাকি গোপনাঙ্গ! শরীরের তিল-ই বলে দিতে পারে আপনি কেমন মানুষ

Last Updated:
Mole : জানেন কি আপনার শরীরের তিলই আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয়।তিল থেকেই একটা মানুষের ব্যক্তিত্বের অনেকটা ধরে ফেলা যায়।
advertisement
1/11
ঠোঁট, নাক নাকি গোপনাঙ্গ! শরীরের তিল-ই বলে দিতে পারে আপনি কেমন মানুষ
শরীরের কোন অংশে তিল (Mole) আছে? হাতে, পায়ে নাকি মুখে? জানেন কি আপনার শরীরের তিলই আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয়।তিল থেকেই একটা মানুষের ব্যক্তিত্বের অনেকটা ধরে ফেলা যায়। জেনে নেওয়া যাক বিশদে।
advertisement
2/11
কপালে তিল (Mole) মানেই আপনি সমৃদ্ধির অধিকারী । কপালের একদম মাঝে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি জ্ঞানী। কপালের বাঁদিকে তিল থাকার অর্থ ভাগ্য খুব একটা ভালো নয়। তবে ডানদিকে তিল থাকলে বুঝতে হবে বিয়ে বা ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি সঙ্গী হিসেবে ভালো।
advertisement
3/11
থুতনিতে তিল সৌন্দর্য বাড়িয়ে দেয়। এছাড়াও যাঁদের থুতনিতে তিল থাকে তাঁরা স্বভাবে খুব স্নেহশীল হন। জীবনে সফল হন। সাম্যতা বজায় রাখতে পারেন। থুতনির ডানদিকে তিল থাকার অর্থ ব্যক্তি বেশ কূটনৈতিক। বাঁদিকে থাকলে বুঝবেন মানুষটা সৎ।
advertisement
4/11
গালে অনেকের তিল থাকে। সৌন্দর্যও বাড়ায় গালে তিল। ডান গালে তিলের অর্থ ব্যক্তিটি খুবই কেয়ারিং গোছের। বাঁদিকে যাঁদের তিল থাকে তাঁরা অন্তর্মুখী হন।
advertisement
5/11
advertisement
6/11
ঠোঁটে তিল (Mole) যাঁদের থাকে তাঁরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। উপরের ঠোঁটের কোণে তিল থাকলে ব্যক্তিটি খেতে খুব ভালোবাসেন। নীচের ঠোঁটের কোণে তিল থাকলে সেই ব্যক্তি নাটক বা অভিনয়ে আগ্রহী।
advertisement
7/11
নাকের উপর তিল যাঁদের থাকে তাঁদের আত্মসম্মান বোধ প্রবল। নাকের ডগায় তিল মানে সেই ব্যক্তি খুব রাগী। নাকের ডানদিকে তিল মানে সেই ব্যক্তির যৌনাকাঙক্ষা প্রবল। নাকের বাঁদিকে তিলের অর্থ জীবনে ওই ব্যক্তিতে বেশ কষ্ট করে সব পেতে হয়।
advertisement
8/11
পায়ের পাতায় যদি তিল থাকে সেই ব্যক্তি নিঃসন্দেহে বেড়াতে ভালোবাসেন। পায়ের ডান পাতায় তিলের অর্থ পরিবারে সুখী সেই ব্যক্তি। বাঁ পাতায় তিল থাকলে বুঝতে হবে ব্যক্তির আর্থিক অসুবিধা আছে।
advertisement
9/11
হাতে তিল থাকার অর্থ ব্যক্তি খুবই কর্মঠ ও গুণী।
advertisement
10/11
পেটে নাভির ডানদিকে তিল থাকার অর্থ সেই ব্যক্তি আর্থিক ভাবে স্বচ্ছল। নাভির বাঁদিকে যদি তিল থাকে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে হিংসে কাজ করে।
advertisement
11/11
যৌনাঙ্গে তিল থাকার অর্থ সেই ব্যক্তি উদার ও সৎ, ভালো প্রেমিক ও দাম্পত্যে যৌনতা পছন্দ করেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mole : ঠোঁট, নাক নাকি গোপনাঙ্গ! শরীরের তিল-ই বলে দিতে পারে আপনি কেমন মানুষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল