Milk Tea: সারা দিনে অনেক বার দুধ চা পান করেন? দেখুন লিভারের কী সর্বনাশ করছেন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Milk Tea: কারও কারও অভ্যাস আছে দুধ চা পান করার। তাঁরা দুধ চা ছাড়া অন্য চা খেতেই পারেন না
advertisement
1/7

আমরা অনেকেই চা-রসিক। সারা দিন অনেক বার চা পান করি।
advertisement
2/7
কারও কারও অভ্যাস আছে দুধ চা পান করার। তাঁরা দুধ চা ছাড়া অন্য চা খেতেই পারেন না।
advertisement
3/7
ঘন দুধ, প্রচুর চিনি, মশলা দিয়ে তৈরি চা স্বাদে দারুণ হলেও শরীরের জন্য কিন্তু ক্ষতিকর।
advertisement
4/7
দুধে প্রচুর ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ থাকে। বার বার দুধ চা পান করলে লিভারে জমতে থাকে সেই দুধের ফ্যাট বা স্নেহ জাতীয় অংশ।
advertisement
5/7
দিনের পর দিন আপনার লিভার এই ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া দুধ চা পান করার ফলে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে।
advertisement
6/7
একান্তই যদি দুধ চা পান করতেই হয়, তাহলে সেটা একবার করুন। বাকি সময় লাল চা, গ্রিন টি পান অভ্যাস করুন।
advertisement
7/7
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Milk Tea: সারা দিনে অনেক বার দুধ চা পান করেন? দেখুন লিভারের কী সর্বনাশ করছেন