TRENDING:

Mother's Day: মাতৃদিবসে মায়েদের জন্য বেছে নিন বিশেষ চাইনিজ ভোজ!

Last Updated:
বসে খাওয়ার আয়োজন নেই ঠিকই, তবে হোম ডেলিভারিতে আছে আকর্ষনীয় সব অফার।
advertisement
1/5
Mother's Day: মাতৃদিবসে মায়েদের জন্য বেছে নিন বিশেষ চাইনিজ ভোজ!
•মা। এই মানুষটির জন্য আলাদা নির্দিষ্ট দিন, একটু মুশকিল। এই নারীর প্রয়োজন প্রতি মুহূর্তে। প্রত্যেকটা দিন মাতৃদিবস। কিন্তু এই ব্যস্ততার জীবনে, মায়ের জন্য আলাদা কিছু করে ওঠা, হয় না কারোরই। মাদার্স ডে-তে একটু মাকে স্পেশ্যাল অনুভব করালে মন্দ কী।
advertisement
2/5
•করোনা আবহে, কোথাও ঘুরতে যাওয়া কিংবা কেনাকাটা নিদেনপক্ষে স্পা ও সম্ভব নয়। পেট পুজো হতেই পারে। সেই দায়িত্ব নিতে আগ্রহী বিশেষ চাইনিজ ফুড চেন চাউম্যান। মাদার্স ডে স্পেশ্যাল অফার তারা নিয়ে এসেছে এই বিশেষ দিনের জন্য।
advertisement
3/5
•চাইনিজ খাইয়ে মায়ের মন ভাল করে দিতে পারেন। তার জন্য সেখানে থাকছে বাছাই করা দারুণ সব ডিশ। চিকেন, ক্র্যাব, পরক, ল্যামের চাইনিজ ও থাই রকমারি ডিশ রয়েছে এই রেস্তোরাঁয়। সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে খাবারের দাম। কয়েকটি পদ ও তার দাম দেওয়া রইল।
advertisement
4/5
•বাটার গার্লিক প্রন- ৩৮৫ টাকাক্যান্টোনিজ নুডলস- ২১৫ টাকাক্রিসপি হানি ফ্রায়েড ওয়ানটনস চিকেন- ২০০ টাকাপ্যান ফ্রায়েড চিলি পনির- ২০৫ টাকালেমন গ্রাস ফ্রায়েড রাইস- ১৬০ টাকা৷
advertisement
5/5
•বসে খাওয়ার আয়োজন নেই ঠিকই, তবে হোম ডেলিভারিতে আছে আকর্ষনীয় সব অফার। মাতৃ দিবসে, অনলাইন ফুড অ্যাপ থেকে অর্ডার করলে পাবেন বিশেষ ডিসকাউন্ট। আর চাউম্যান-এর নিজস্ব অ্যাপ থেকে অর্ডার করলে, অর্ডার ফর মম- এই কথাটা উল্লেখ করতে হবে, তাহলেই মিলবে মায়ের জন্য বিশেষ একটি ডেজার্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mother's Day: মাতৃদিবসে মায়েদের জন্য বেছে নিন বিশেষ চাইনিজ ভোজ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল