Dhutura or Stramonium Flower in Maha Shivratri: বিষাক্ত হলেও এই ফুলগাছের শিকড়ে সোনা হবে আপনার কপাল! যা চাইবেন তাই দেবেন মহাদেব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dhutura or Stramonium Flower in Maha Shivratri: ধুতুরা ফুল ভগবান শিবের ভীষণ প্রিয়। এই ফুল প্রত্যেক সোমবার অর্পণ করলে ভগবান শিব ভীষণ খুশি হন। মহাশিবরাত্রি তিথিতে ধুতুরার টোটকায় ফিরবে ভাগ্য।
advertisement
1/5

বিষাক্ত হলেও এই ফুল মহেশ্বরের ভীষণ প্রিয়। শুধু ফুল নয়, এই গাছের পাতা, ফল সবকিছুতেই নাকি মহাদেবকে প্রসন্ন করা যায়। এই গাছের টোটকায় লাভ হয় অনেক।
advertisement
2/5
জ্যোতিষ ও পঞ্জিকাবিদ পরান আচার্য বলছেন, ধুতুরা ফুল ভগবান শিবের ভীষণ প্রিয়। এই ফুল প্রত্যেক সোমবার অর্পণ করলে ভগবান শিব ভীষণ খুশি হন। মহাশিবরাত্রি তিথিতে ধুতুরার টোটকায় ফিরবে ভাগ্য।
advertisement
3/5
তিনি বলছেন, ধুতুরা গাছের শিকড় মহাশিবরাত্রি তিথিতে হাতের কব্জিতে বেঁধে নিলে একাধিক সমস্যার সমাধান হয়। এই গাছের শিকড় হাতে বেঁধে রাখলে মন থেকে দূর হয় ভীতি।
advertisement
4/5
পরান বাবু জানিয়েছেন, বাড়িতে যদি কারোর দুরারোগ্য ব্যাধি হয় বা গৃহে কলহ চলতেই থাকে, তাহলে ধুতুরার উপায় করা যেতে পারে। মহাদেবকে ধুতরা অর্পণ করার পর তা অসুস্থ ব্যক্তির হাতে বেঁধে দিলে ব্যাধি থেকে উপশম হয়। কালো কাপড় বেঁধে বাড়িতে রেখে দিলে কলহ দূর হয়।
advertisement
5/5
এই জ্যোতিষবিদ জানিয়েছেন, শিবকে ধুতুরা ফুল দিয়ে পুজো করার পর, তা নিজের বাড়ির লকারে রেখে দিলে আর্থিক সমস্যা দূর হয়। বিভিন্ন সংকট কেটে যায়। পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর হয়। পরিবারের সদস্যদের উন্নতি হয়। একইভাবে কার্যকরী ধুতুরা ফলও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dhutura or Stramonium Flower in Maha Shivratri: বিষাক্ত হলেও এই ফুলগাছের শিকড়ে সোনা হবে আপনার কপাল! যা চাইবেন তাই দেবেন মহাদেব