Madhuri Dixit Skin Care Tips: ৫৭ বছর বয়সেও মাধুরীর এমন চকচকে গাল, সুপার ফিট চেহারা! কীভাবে? রূপরহস্যটা জেনে নিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhuri Dixit Skin Care Tips: কীভাবে এত বয়সেও এতটা সুন্দর থাকতে পারেন বলিউডের 'ধক ধক' গার্ল মাধুরী দীক্ষিত? জানুন সেই গোপন রহস্য।
advertisement
1/9

৫৭ বছর বয়সেও এত গ্ল্যামার মাধুরী দীক্ষিতের। যেমন ফিটনেস তেমন রূপ। কীভাবে এত বয়সেও এতটা সুন্দর থাকতে পারেন বলিউডের 'ধক ধক' গার্ল? জানুন সেই গোপন রহস্য।
advertisement
2/9
মাধুরী দীক্ষিত ফিট থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেন খাওয়াদাওয়ায়। দিনের বেশিরভাগ সময়টাই ফল আর সবুজ সবজি খেয়ে থাকেন মাধুরী।
advertisement
3/9
নিয়মিত হার্বাল চা পান করেন মাধুরী। এটি হাড় ভাল রাখে, কোলেস্টরল কমায় ও স্মৃতিশক্তি ভাল রাখে।
advertisement
4/9
মাধুরী একেবারে অনেকটা বেশি খাওয়ায় বিশ্বাসী নন। জানা গিয়েছে, মাধুরী সারাদিন ধরেই অল্প অল্প করে খাবার খান। এতে হজমে সুবিধা হয়।
advertisement
5/9
যে কোনও চর্বিজাতীয় খাবার, ফ্যাট থাকে সেই সমস্ত খাবার এড়িয়ে চলে মাধুরী। তিনি বেশিরভাগ সময়ই বাড়ির তৈরি খাবার খান।
advertisement
6/9
মাধুরী দীক্ষিত যে কোনও রকম নরম পানীয় ও কফি পান করা থেকে বিরত থাকেন। নরম পানীয় যেমন শরীরে মেদ আনতে পারে, তেমনই কফি বাড়িয়ে দিতে পারে ত্বকের বয়স।
advertisement
7/9
মাধুরী নিয়ম করে যোগাভ্যাস করেন বাড়িতে, এটাই তাঁর ফিট থাকার অন্যতম কারণ। তিনি যেমন নিয়মিত জিম করেন, তেমনই করে যোগভ্যাসও।
advertisement
8/9
মাধুরী নিয়মিত মর্নিং-ওয়াকে যান। এই অভ্যাসের ফলে যেমন একদিকে মেদ ঝরে, তেমনই হজমের সমস্যা কমায়, শরীর রাখে ঝরঝরে।
advertisement
9/9
মাধুরী অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পীও, এই কথা সবাই জানেন। মাধুরী নিয়মিত নাচ করেন। এর ফলে শরীরচর্চা তো হয় বটেই, সঙ্গে শরীরচর্চায় একঘেয়েমি আসে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Madhuri Dixit Skin Care Tips: ৫৭ বছর বয়সেও মাধুরীর এমন চকচকে গাল, সুপার ফিট চেহারা! কীভাবে? রূপরহস্যটা জেনে নিন