TRENDING:

Low Budget Tourist Places: সস্তায় ঘুরে আসুন কলকাতার কাছের এই পাঁচ জায়গা থেকে! পিকনিকের জন্যেও দারুণ স্পট!

Last Updated:
Low Budget Tourist Places: কলকাতার খুব কাছে রয়েছে এই পাঁচটি জায়গা! রাতেও থাকতে পারবেন! খরচ একেবারেই কম! বিস্তারিত জানুন
advertisement
1/6
সস্তায় ঘুরে আসুন কলকাতার কাছের এই পাঁচ জায়গা থেকে! পিকনিকের জন্যেও দারুণ স্পট!
বছরের শুরুতে কম বাজেটে কলকাতার আশেপাশে একদিনের জন্য ঘুরতে যাবেন ভাবছেন? রইল কম বাজেটে পাঁচটি ঘোরার ঠিকানা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
কোলাঘাট: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর কূলে গড়ে ওঠা কোলাঘাট শহরটি, কলকাতা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানে একটি পিকনিকের জায়গা গড়ে উঠেছে। তাই নববর্ষ ক্রিসমাস এবং বিভিন্ন ছুটিতে এখানে লোকের ভিড় লেগেই থাকে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম শহর কোলাঘাট শহরটি ইলিশ মাছ ও ফুলের জন্য বিখ্যাত।প্রধান আকর্ষণের বিষয়বস্তু - রূপনারায়ন নদীর কূল।ভ্রমণের আদর্শ সময় - অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস।থাকবার জায়গা - হোটেল সোনার বাংলা, শের-ই-পাঞ্জাব ধাবা
advertisement
3/6
রায়চক: কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর হল রায়চক।প্রাচীন সময় এখানে একটি দুর্গ ছিল, যেটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। পরবর্তীতে গঙ্গার পাড়ে অবস্থিত রেডিসন দুর্গকে পুনর্নির্মাণ করে একটি পাঁচতারা হোটেলে রূপান্তরিত করা হয়েছে। রোমাঞ্চকর ভ্রমণপ্রেমীদের অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে রায়চক জেটি বা পার্শ্ববর্তী নুরপুর জেটি। এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি বা হাওড়া জেলার গাদিয়াড়া যাওয়ার জন্য অনায়াসে নদী তীরবর্তী ফেরির সুবিধা পাবেন।আকর্ষণীয় বিষয় - হুগলি নদীর তীর।ভ্রমণের আদর্শ সময় - সারা বছরই এখানে যাওয়া যায় (তবে গ্রীষ্মকাল বাদে)।থাকবার জায়গা - গঙ্গার তীর রায়চক, দ্যা ফোর্ট, হোটেল সি বার্ড ইনটেল।
advertisement
4/6
টাকি: ইছামতি নদীর তীরে, কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে টাকি শহরটি অবস্থিত। প্রসঙ্গত উল্লেখ্য, ইছামতি নদীর অপর পাড়ে বাংলাদেশে রয়েছে।আকর্ষণীয় বিষয় - ইছামতি নদীর তীর, ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি।ভ্রমণের উপযুক্ত সময় - সারা বছরই এখানে ঘুরতে আসা যায় (গ্রীষ্ম কাল বাদে)।থাকবার জায়গা - টাকি গেস্ট হাউস, টাকি টুরিস্ট বাংলো।
advertisement
5/6
তাজপুর: বঙ্গোপসাগরের তীরে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুর কলকাতা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় ১৪০০ একর জমি নিয়ে মৎস্য চাষের একটি প্রকল্প নির্মাণ করা হয়েছে। এই স্থানীয় অনেক মাছের ভেড়ি এবং মাছ চাষের পুকুর দেখতে পাওয়া যায়। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অত্যন্ত পরিষ্কার বলে এখানে বহু লাল কাঁকড়ার দেখা মেলে।আকর্ষণীয় বিষয় - দ্যা ভার্জিন বিচ, লাল কাঁকড়া, ঝাউ বন এবং সমুদ্রের গর্জন।ভ্রমণের উপযুক্ত সময় - অক্টোবর থেকে এপ্রিল মাস।থাকবার জায়গা - তাজপুর রিট্রিট, তাজপুর নেচার ক্যাম্প।
advertisement
6/6
বকখালি: কলকাতা থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাকদ্বীপের নামখানায় (কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক) সমুদ্র উপকূলবর্তী একটি জায়গা হল বকখালি। দক্ষিণবঙ্গ জুড়ে অবস্থিত বিভিন্ন বদ্বীপ-এর মধ্যে এটি অন্যতম, যেগুলির বেশিরভাগই সুন্দরবনের অংশ। এর মধ্যে কিছু সংকীর্ণ খাঁড়ির ব্রিজের সাথে সংযোগ রয়েছে।আকর্ষণীয় বিষয় - হেনরি'স আইল্যান্ড, এখানকার নিজস্ব সমুদ্র সৈকত।ভ্রমণের আদর্শ সময় - অক্টোবর থেকে এপ্রিল মাসে।সাগরদ্বীপের মেলার জন্য প্রতি বছর জানুয়ারি মাসে ৯ থেকে ১৭ তারিখ পর্যন্ত এখানকার সমস্ত রাস্তা বন্ধ থাকে।থাকবার জায়গা - হোটেল আইকন হেরিটেজ, হোটেল সি ভিউ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Low Budget Tourist Places: সস্তায় ঘুরে আসুন কলকাতার কাছের এই পাঁচ জায়গা থেকে! পিকনিকের জন্যেও দারুণ স্পট!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল