Perfect Lover Tips: ৩টি মোক্ষম উপায়ে মেয়েরা চিনে নিন পারফেক্ট পুরুষ, মনোবিদের এই পরামর্শে কখনই ঠকবেন না, প্রেমিক যাচাইয়ের দারুণ উপদেশ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
How to Choose Perfect Lover: সত্যি ভালবাসা নাকি টাইম পাস! অপর পক্ষের মানুষটিকে কীভাবে বুঝবেন?
advertisement
1/6

আপনার পছন্দের ছেলেটি বা মেয়েটি আপনাকে সত্যি ভালবাসে নাকি ফ্লার্ট করছে? কিভাবে বুঝবেন? মানুষ মাত্রই চায় একজন সত্যিকারের ভালবাসার মানুষ। কিন্তু অনেক সময় মানুষ সঠিক মানুষ চিনতে পারে না। দেখা গিয়েছে, অনেক সময়ই মানুষ বুঝতে পারেন না যে তাঁরা যা চাইছেন সেটা ঠিক কিনা। (পিয়া গুপ্তা)
advertisement
2/6
মনোবিদ রঞ্জন দাস জানান, মহিলাদের মনে রাখতে হবে যে পছন্দের পুরুষের দিকে কেবল তাকালেই হবে না। বরং মাথায় রাখতে হবে যে এই মানুষটি তাঁকে ভাল না রাখতেও পারেন। এমনকী শুধুই তাঁর সঙ্গে ফ্লার্ট করে যেতে পারেন। এই পরিস্থিতিতে কিন্তু সতর্ক হয়ে যাওয়া খুবই জরুরি।
advertisement
3/6
১. কথা বলতে চাইছেন সবসময়: একটি মানুষকে ভালবাসলে তাঁর কথাই মনে ঘুরতে থাকবে। সেই পরিস্থিতিতে মানুষটা আপনার সঙ্গে কেবল কথা বলতে চাইবেন। এমনকী জানতে চাইবেন আপনার থেকে অনেক কিছু। তাঁর কাছে আপনি প্রাধান্য পাবেন। এটাই হল ভালবাসার সঙ্কেত।
advertisement
4/6
২. আপনাকে খুবই গুরুত্ব দেবে: ছেলেটি আপনাকে ভালোবাসলে আপনাকে প্রাধান্য দেবে। আপনি যাই করুন না কেন, তিনিই আপনাকে নিয়ে এগিয়ে দেবেন। এক্ষেত্রে নিজের সব কাজে আপনার মতামতের গুরুত্ব দিতে পারেন। তাই এই বিষয়টি মাথায় রাখা দরকার। তবেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
advertisement
5/6
৩. আপনার পছন্দ মেনে নিচ্ছেন: পুরুষেরা কোনও মহিলাকে ভালবাসলে তিনি নিজের মতো করেই তাঁর পছন্দকে মেনে নেন। এবার দেখা গিয়েছে যে সঙ্গী এভাবে আপনার পছন্দ মেনে নিতে পারলে অবশ্যই ভালবাসা গাঢ় হয়। সেক্ষেত্রে তিনি আপনাকে ভালবাসেন। তাই প্রাধান্য দেন।
advertisement
6/6
এই কিছু কিছু বিষয়গুলি দেখলেই বুঝতে পারবেন যে অপর পক্ষের মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে নাকি টাইম পাস করছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Perfect Lover Tips: ৩টি মোক্ষম উপায়ে মেয়েরা চিনে নিন পারফেক্ট পুরুষ, মনোবিদের এই পরামর্শে কখনই ঠকবেন না, প্রেমিক যাচাইয়ের দারুণ উপদেশ