Love Bite | Hickey: শরীরে 'লভ বাইট' জীবনের জন্য চরম ক্ষতিকরও হতে পারে, সঙ্গী বা সঙ্গিনীরা অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Love Bite | Hickey: শারীরিক সম্পর্কের তীব্রতার সময় লাগামছাড়া উত্তেজনার বশে সঙ্গী বা সঙ্গিনীর শরীরে ফুটে ওঠে লভ বাইট বা হিকি৷
advertisement
1/8

শারীরিক সম্পর্কের তীব্রতার সময় লাগামছাড়া উত্তেজনার বশে সঙ্গী বা সঙ্গিনীর শরীরে ফুটে ওঠে লভ বাইট বা হিকি৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
প্যাশনেট মিলনের সময় অনেকেই এমন দাগ পছন্দও করেন। কিন্তু গলায়, হাতে বা দেখা যায় এমন স্থানে শরীরে দাগ দেখা গেলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। (প্রতীকী ছবি)
advertisement
3/8
গাঢ় লাল বা পার্পল রঙের ওই চিহ্ন আপনার ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গী বা সঙ্গিনীর পক্ষে ক্ষতিকর হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
4/8
লভ বাইট আসলে কী? কেন হয়? রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলেই এই দাগ দেখা দেয়৷ ব্লাড ক্লটিং, ত্বকের নীল হয়ে ফুলে ওঠা ছাড়াও আরও কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে এর ফলে। (প্রতীকী ছবি)
advertisement
5/8
ওরাল হার্পিস রয়েছে এমন কোনও ব্যক্তির মাধ্যমে যদি লভ বাইট তৈরি হয়, তাহলে অসুখ ট্রান্সমিটেড হতে পারে সঙ্গী বা সঙ্গিনীর মধ্যেও৷ (প্রতীকী ছবি)
advertisement
6/8
অনেকের শরীরে আয়রন কম থাকলে রক্তপ্রবাহ বাধা পেতে পারে৷ সেই পরিস্থিতিতে যদি তাঁদের শরীরে লাভ বাইট দেখা দেয়, সেক্ষেত্রে দাগ মিলিয়ে যেতে সময় লাগবে৷ (প্রতীকী ছবি)
advertisement
7/8
অনেক সময়েই লভ বাইট বিপজ্জনক হয়ে দেখা দেয়৷ শরীরের একটি ক্ষুদ্র ধমনীও যদি বাধা পায়, তাহলে স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়৷ (প্রতীকী ছবি)
advertisement
8/8
প্যারালাইজড অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ নিউ জিল্যান্ডে ২০১১ সালে একটি ঘটনায় লভ বাইটের জেরে ৪৪ বছর বয়সি এক মহিলার বাঁ হাত প্যারালাইডজ হয়ে গিয়েছিল৷ ফলে যৌনতার সময় লভ বাইট নিয়ে সতর্কতা নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Love Bite | Hickey: শরীরে 'লভ বাইট' জীবনের জন্য চরম ক্ষতিকরও হতে পারে, সঙ্গী বা সঙ্গিনীরা অবশ্যই জানুন