ঠোঁটে কী রঙ লাগাবেন? চোখের সাজে কোন বদল? কোন তারে বাধা হবে মেক-আপের সংজ্ঞা! জেনে নিন খুঁটিনাটি!
- Published by:Shubhagata Dey
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ঠিক কেমন হতে চলেছে ২০২৩ সালের বিউটি ট্রেন্ড দেখে নেওয়া যাক এক ঝলকে!
advertisement
1/12

সৌন্দর্যের কি আদৌ কোনও সংজ্ঞা হয়! বোধহয় না। তবে সাজগোজের সংজ্ঞা হয়। বছর বছর সেই সংজ্ঞা বদলায়। পুরনো প্রথা ফিরে ফিরে আসে। ঠিক যেমন গত একশো বছরের ফ্যাশন ট্রেন্ড লক্ষ্য করলেই বোঝা যাবে, পুরনো ট্রেন্ড কী ভাবে ফিরে ফিরে এসে বাজার মাতিয়ে দিয়েছে।
advertisement
2/12
যদিও দিন, ক্ষণ, বছরের নিক্তি মেপে ফ্যাশন ট্রেন্ড বদলে যায়— এমনটা নয়। এ যেন এক নিত্য প্রবাহ। তবু প্রতি বছরের শুরুতেই একটা নির্দিষ্ট তারে বেঁধে দেওয়া হয় ফ্যাশনের নিয়ম এবং নীতি। যেমন, গত কয়েক বছর ধরে ধরে একটু একটু করে বদলে গিয়েছে মূল মেক-আপ ট্রেন্ড। ম্যাট থেকে মুখ ফিরিয়ে এখন তা গ্লসিতে মজেছে।
advertisement
3/12
ঠিক কেমন হতে চলেছে ২০২৩ সালের বিউটি ট্রেন্ড দেখে নেওয়া যাক এক ঝলকে— ত্বকের দাগেই কামাল: গত কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলিতে একটু একটু করে জনপ্রিয় হয়েছে এই ধরনের মেক-আপ ট্রেন্ড। এত দিন পর্যন্ত যত্ন করে যে সব দাগ মুখ থেকে ঢেকে ফেলতে প্রচুর টাকা খরচ করা হয়েছে, এবার নতুন বছরে সেই সব দাগকেই সৌন্দর্যের প্রতিচ্ছবি হিসেবে দেখানোর কৌশল আয়ত্ত করতে চাইছে মানুষ। এমনকী যাঁদের মুখে কোনও দাগ নেই তাঁরাও মেহন্দি বা ফ্রিকল পেন, হাতের কাছে এই সব কিছু না থাকলে স্রেফ আই-ব্রো পেনসিল দিয়েই দাগিয়ে নিচ্ছেন মুখ। ২০২৩ সালে ভারতেও এই ট্রেন্ড জনপ্রিয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/12
হালকা ফাউন্ডেশন: ত্বকের নিজস্ব রূপ প্রকাশ করতে গেলে স্বাভাবিক ভাবেই খুব ভারি ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই ক্রমশ বাড়ছে হালকা টেক্সচারের ফাউন্ডেশনের চাহিদা। মূলত তরল ফাউন্ডেশনের দিকেই ঝুঁকেছেন ফ্যাশনিস্তারা।
advertisement
5/12
টিন্টেড ব্লাশ: টিন্টেড ব্লাশের জনপ্রিয়তায় ইদানীং বেড়েছে। হালকা মেক-আপ লুকের জন্য এই উপাদান খুবই ভাল। এমনকী ত্বকের উপর আর্দ্র ও চকচকে ভাব বজায় রাখে এই ব্লাশ।
advertisement
6/12
রঙিন আইলাইনার: অনেক দিন ধরেই রঙিন আইলাইনার ফ্যাশনে রাজত্ব করছে। নতুন এই বছরেও সম্ভবত পোশাকের রঙে রঙ মিলিয়ে চোখ সাজানোর ট্রেন্ড বজায় থাকবে।
advertisement
7/12
লিপ গ্লস: ম্যাট মেক-আপের দিন নয় এই বছর। গ্লসি মেক-আপের জন্য জনপ্রিয়তা বাড়ছে লিপ-গ্লসের।
advertisement
8/12
আই-ব্রো জেল: আই-ব্রো খুব বেশি করে না এঁকে সামান্য জেল লাগিয়ে নেওয়া যেতে পারে। এতে বেশ স্নিগ্ধ রূপ প্রকাশ পায়। এ তো গেল মেক-আপ সামগ্রীর কথা। এর বাইরেও সৌন্দর্যের সংজ্ঞায় কিছু পরিবর্তন আনতে ব্যবহারিক ক্ষেত্রেও পরিবর্তন আসতে চলেছে ২০২৩ সালে। তার মধ্যে অন্যতম হল—
advertisement
9/12
লিঙ্গ নিরপেক্ষতা: মেয়েদের জন্য এই ক্রিম, পুরুষের জন্য আলাদা, সাবানেরও যে লিঙ্গ ভেদ হয় তা বোঝাই যেত না উৎপাদনকারী সংস্থাগুলির বিজ্ঞাপন না দেখলে। সেই প্রবণতায় খানিকটা পরিবর্তন আসতে পারে। ত্বকের চর্চার ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষতা নিয়ে আন্দোলনকারী সংস্থাগুলি পরিবর্তনের পক্ষে জোর সওয়াল করছে। ফলে ব্র্যান্ডগুলিও লিঙ্গ নিরপেক্ষ পণ্য উৎপাদনে আগ্রহী হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
10/12
মিনিমালিজম: মেক-আপ হোক বা ত্বক চর্চা, সব কিছুতেই একটা আপাত সারল্য সহজতা বজায় রাখার প্রবণতা আসছে। একাধিক ত্বক চর্চা সংক্রান্ত পণ্য রোজ নিয়ম করে ব্যবহার করার সময় ক্রমশ কমে আসছে। তাই সামান্য সময়ে ন্যূনতম কোনও সৌন্দর্য পণ্য ব্যবহার করার কথাই ভাবছেন বেশির ভাগ মানুষ।
advertisement
11/12
ডিআইওয়াই: সৌন্দর্যবর্ধক পণ্য কিনে নেওয়ার থেকে রান্নাঘরের উপর ভরসা করতে পছন্দ করেন অনেক সেলিব্রেটিও। গত কয়েক বছরে সে কথা খোলাখুলি জানিয়েছেন তাঁরাও। আর গত কয়েক বছরে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনে ত্বকের চর্চা নানা কৌশল। সেই সবের বেশির ভাগই ঘরোয়া প্রাকৃতিক উপাদানে তৈরি। তাই বেশির ভাগ মানুষও ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছেন নিজের রূপচর্চার সামগ্রী নিজে বানিয়ে নিতে। এতে কোনও রকম রাসায়নিক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও কম।
advertisement
12/12
গ্যাজেট থেকে সুরক্ষা: দিনের বেশির ভাগ সময়টাই এখন মানুষের কাটে হয় ল্যাপটপে নয় মোবাইলে। এই স্ক্রিন টাইমিং চোখ ও শরীরের পক্ষে তো বটেই, ত্বকের পক্ষেও ক্ষতিকারক হতে পারে। তাই এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্যও কিছু পণ্যের প্রয়োজন। এসপিএফ এমনই একটি পণ্য যা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু সূর্যের ইউভি রশ্মিই নয়, গ্যাজেটের নীল আলো থেকেও ত্বক রক্ষা করা দরকার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঠোঁটে কী রঙ লাগাবেন? চোখের সাজে কোন বদল? কোন তারে বাধা হবে মেক-আপের সংজ্ঞা! জেনে নিন খুঁটিনাটি!