TRENDING:

Lifestyle: ঘন চুলের রহস্য কি বোঝা সহজ, চুলের দৈর্ঘ্য বলে দেয় মেয়েদের স্বভাব কেমন

Last Updated:
Lifestyle- চুল দিয়ে (Hair Length) যায় চেনা! চুলের দৈর্ঘ্যই বলে দেয় ব্যক্তিত্ব (Personality)! মিলিয়ে দেখবেন না কি?
advertisement
1/4
ঘন চুলের রহস্য কি বোঝা সহজ, চুলের দৈর্ঘ্য বলে দেয় মেয়েদের স্বভাব কেমন
#কলকাতা: শুধু হাতের রেখা বা পায়ের নিচে তিলের সংখ্যা দিয়েই কারও ব্যক্তিত্ব বিচার হয় না। কার চুলের দৈর্ঘ্য ঠিক কতটা সেই দিয়েও না কি বিচার করা যায় কার ব্যক্তিত্ব ঠিক কী রকম। আমাদের মেজাজ উগ্র না কি বেশ ঠাণ্ডা, চাপের মুখে আমরা নতি স্বীকার করি না কি রুখে দাঁড়াই, সবটাই এই চুল দিয়েই বিচার করা যায়! কথায় বলে চুল হচ্ছে এমন একটি মুকুট যা মাথা থেকে কখনও নামে না। দেরি না করে তাহলে চুলচেরা বিচার শুরু করা যাক!
advertisement
2/4
১) কাঁধের উপরে চুল চুল ছোট অর্থাৎ কুল বব হলে সেই ব্যক্তি স্পষ্টবক্তা। এরা নির্ভীক ব্যক্তিত্বের অধিকারী হয় এবং পরিবার ও কর্মজীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে। সব সময় নতুন জিনিস ট্রাই করে দেখতে এরা ভালোবাসে এবং কোনও জায়গায় অগোছালো ভাব এরা বরদাস্ত করে না। তবে এদের ধৈর্য খুব কম। কোনও কিছু না ভেবেই এরা কাজ করে। অনেক সময় সব বিষয়ে তাড়াহুড়ো করার জন্য এরা বিপদে পড়ে।
advertisement
3/4
২) কাঁধ পর্যন্ত চুল এরা নিজেদের ব্যক্তিত্বকে ভালোবাসে এবং সেটা লোকের সামনে সুন্দর ভাবে তুলে ধরে। সুন্দর পোশাক এদের দুর্বলতা। সাধারণত এরা কথা বলতে খুব ভালোবাসে। সবাই এদের খুব পছন্দ করে। আর এরা সেটা বোঝে বলেই মানুষের মধ্যে থাকতে এরা ভালবাসে। যে কোনও পরিস্থিতির সহজে মোকাবিলা করা এদের বৈশিষ্ট্য। এদের ছটফটে, শিশুসুলভ আচরণ সবাই বেশ পছন্দ করে।
advertisement
4/4
৩) কাঁধ ছাড়িয়ে পিঠ পর্যন্ত চুল লম্বা চুল সামলানো বেশ কঠিন ব্যাপার। এই লম্বা চুল সামলে তা যত্নে রাখতে গেলে ধৈর্য দরকার। তাই পিঠ পর্যন্ত লম্বা চুলের যাদের রয়েছে তাদের ধৈর্য অনেক বেশি হয়। এরা যখন কোনও সম্পর্কে জড়ায় তার গভীরে পৌঁছে যায়। দুমদাম সম্পর্ক ভেঙে দেওয়ায় এরা বিশ্বাস করে না। এরা নিজেদের সবটুকু সমর্পণ করে দেয় সঙ্গীর কাছে। তবে তার সঙ্গে সঙ্গে এটাও আশা করে যে অপর দিক থেকে সঙ্গীও তার সবটুকু সমর্পণ করবে। এরা বিশ্বাস করে যে এই বিশ্বে কোনও কাজই অসম্ভব নয়- যদি মনপ্রাণ দিয়ে চেষ্টা করা হয় তাহলে সব কিছু করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle: ঘন চুলের রহস্য কি বোঝা সহজ, চুলের দৈর্ঘ্য বলে দেয় মেয়েদের স্বভাব কেমন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল