Lemon Grass Benefits: সুগন্ধি এই ঘাসেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি, হাজারো রোগের ওষুধ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lemon Grass Benefits: নানা উপকারী গুণে ভরা লেমন গ্রাস, শর্করা প্রোটিন সহ নানা উপাদান বর্তমান, কোলেস্টোরেল উপকারী এবং হজম শক্তি বৃদ্ধি করে
advertisement
1/7

এমন এ ঘাস যাতে রয়েছে নানা উপকারী গুণ। দারুন ভাবে বাড়ছে এই ঘাসের ব্যবহার।
advertisement
2/7
সহজে এই ঘাস বাড়িতে বসিয়ে প্রয়োজন ব্যবহার করা যায়। এই গাছ দেখতে ছোট আখ গাছ ও খড়ি গাছের মত দেখতে।
advertisement
3/7
এই ঘাস দারুন ভাবে ব্যবহার হয় রান্নায়। শহরের পাশাপাশি ইদানিং গ্রামাঞ্চলেও লেমন ঘাস দারুন ভাবে ব্যবহার বাড়ছে।
advertisement
4/7
এই গাছ ঔষধি গুণে ভরা। অ্যান্টিব্যাকটেরিয়াল,অ্যান্টি ফাঙ্গাস। সংক্রমণ ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে। কোলেস্টেরলের ক্ষেত্রে উপকারী ভূমিকা রাখে।
advertisement
5/7
এই গাছে ভিটামিন শর্করা পটাশিয়াম সহ নানা উপাদান বর্তমান। সর্দি কাশি সারাতে লেমন ঘাস ও তুলসি পাতার মিশ্রণ দারুন
advertisement
6/7
হজম শক্তি বৃদ্ধি এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ। পেটের সমস্যা সমাধানেও লেমন ঘাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
advertisement
7/7
ডায়েটিশিয়ান অরিজিৎ দে জানান, লেমন ঘাসের উপকারী বহু গুণ রয়েছে। তবে এর যথাযথ উপকার পেতে ডাক্তার ও বিশেষজ্ঞ এর পরামর্শ মেনে খেলে সঠিক উপকার পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lemon Grass Benefits: সুগন্ধি এই ঘাসেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি, হাজারো রোগের ওষুধ