TRENDING:

Why Bananas Are Bend: কলা কেন বাঁকা হয়...? সোজা হয় না কেন? পিছনে রয়েছে বিজ্ঞান! চমকে দেবে আসল কারণ!

Last Updated:
Knowledge Story: এমন তো আর কোনও ফল নেই যারা গাছেই বেঁকে যায়। তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়?
advertisement
1/14
কলা কেন বাঁকা হয়...? সোজা হয় না কেন? চমকে দেবে আসল কারণ!
কলা প্রায় সব মরসুমেই মেলে! এমন একটি ফল, যা যেমন সস্তা তেমনই পুষ্টিগুণে ভরপুর এই ফল!
advertisement
2/14
কখনও মনে এমন প্রশ্ন এসেছে যে, কলা কেন বাঁকা হয়? সোজা হয় না কেন? নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়?
advertisement
3/14
এমন তো আর কোনও ফল নেই যারা গাছেই বেঁকে যায়। তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়?
advertisement
4/14
সব কিছুর পিছনেই কোনও না কোনও কারণ থাকে।আর আসলে কলার বাঁকা হওয়ার পিছনেও একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে যা অনেকেরই অজানা।
advertisement
5/14
গাছে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে-ধীরে বাঁকতে থাকে। এক কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়
advertisement
6/14
কী এই নেগেটিভ জিওট্রপিজম? যখন সূর্যের দিকে কোনও ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়
advertisement
7/14
গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম, গ্র্যাভিটিজম ও অক্সিনের উপর নির্ভর করে
advertisement
8/14
সে হিসেবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে
advertisement
9/14
কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়
advertisement
10/14
ঠিক যেমন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের আলোর দিকে থাকে, কলার ক্ষেত্রেও এমনটাই হয়
advertisement
11/14
যেহেতু কলা গাছ রোদ কম পায় তাই সূর্যের আলো পাওয়ার জন্য কলার কুড়ি থেকে ফল গ্র্যাভিটির দিকে বৃদ্ধি পায়
advertisement
12/14
প্রথমে মাটির দিকে, তারপর আকাশের দিকে বাড়তে থাকায় কলার আকার বাঁকা হয়ে যায়
advertisement
13/14
পৃথিবীতে এক হাজারেরও বেশি প্রজাতির কলা আছে। তবে সেই সব কলার মধ্য়ে বেশিরভাগ কলাই বাঁকা
advertisement
14/14
সোজা কলা পাওয়া যায় না এ ধারণা একেবারেই ভুল। এমন অনেক প্রজাতির কলা আছে, যেগুলি সূর্যের দিকে বাড়ে না। অর্থাৎ ওদের বৃদ্ধির ক্ষেত্রে নেগেটিভ জিওট্রপিজমের কোনও ভূমিকা নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Why Bananas Are Bend: কলা কেন বাঁকা হয়...? সোজা হয় না কেন? পিছনে রয়েছে বিজ্ঞান! চমকে দেবে আসল কারণ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল