বলুন তো মিথ্যা বলার পরে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? মিথ্যাবাদী ধরে ফেলুন 'এইভাবে'...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞান আহরণের নানা মাধ্যমের মধ্যে একটি হল বিভিন্ন বিষয়ের কুইজ, ধাঁধা বা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ। এর পাশাপাশি বই পড়ে, পত্র-পত্রিকা থেকেও নেওয়া যায় সাধারণ জ্ঞানের পাঠ।
advertisement
1/12

সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা যে কোনও ব্যক্তির পক্ষেই থাকা অত্যন্ত জরুরি। এটি পৃথিবীকে আরও ভালভাবে বুঝতে, নতুন নতুন বিষয় অন্বেষণ করতে এবং শিখতে এবং অন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে নিঃসন্দেহে সহায়তা করে৷
advertisement
2/12
সাধারণ জ্ঞান আহরণের নানা মাধ্যমের মধ্যে একটি হল বিভিন্ন বিষয়ের কুইজ, ধাঁধা বা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ। এর পাশাপাশি বই পড়ে, পত্র-পত্রিকা থেকেও নেওয়া যায় সাধারণ জ্ঞানের পাঠ। আপনি যদি সাধারণ জ্ঞান বাড়াতে চান তবে এই পদ্ধতিগুলি ব্যবহার করতেই পারেন।
advertisement
3/12
আজ এই প্রতিবেদনে তেমন কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল। এগুলি আপনাকে আগামী দিনে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে সাহায্য করতে পারে।
advertisement
4/12
প্রশ্ন ১ - পৃথিবীর কোন দেশের মানুষ মিষ্টি চা পান করে না? উত্তর ১ - আমেরিকানরা মিষ্টি চা পান করে না।
advertisement
5/12
প্রশ্ন ২ - বিশ্বের কোন দেশ থেকে ভারত সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে? উত্তর ২ - ভারত সবচেয়ে বেশি অপরিশোধিত তেল ক্রয় করে রাশিয়া থেকে।
advertisement
6/12
প্রশ্ন ৩ - ভারতের কোন রাজ্যকে কোহিনূর বলা হয়? উত্তর ৩ - অন্ধ্রপ্রদেশকে দেশের কোহিনূর বলা হয়। কোহিনূর হীরাটি এখানে উপস্থিত গোলকোণ্ডা খনি থেকে উত্তোলন করা হয়েছিল।
advertisement
7/12
প্রশ্ন ৪ - আখরোট খেলে কোন রোগে উপকার পাওয়া যায়? উত্তর ৪ - আখরোট খাওয়া হৃদরোগের জন্য উপকারী।
advertisement
8/12
প্রশ্ন ৫ - কোন দেশে একটি সিনেমা হল নেই? উত্তর ৫ - ভুটানে একটিও সিনেমা হল নেই।
advertisement
9/12
প্রশ্ন ৬ - ব্রিটিশরা প্রথম কারখানা কোথায় খোলে? উত্তর ৬ - ব্রিটিশরা সুরাটে প্রথম কারখানা খুলেছিল।
advertisement
10/12
প্রশ্ন ৭ - টেবিল টেনিস কোন দেশে আবিষ্কৃত হয়? উত্তর ৭ - টেবিল টেনিস আবিষ্কৃত হয় ইংল্যান্ডে।
advertisement
11/12
প্রশ্ন ৮ - মিথ্যা বললে শরীরের কোন অংশ গরম হয়? উত্তর ৮ - মিথ্যা বললে নাক গরম হয়।
advertisement
12/12
প্রশ্ন ৯ - বটগাছের নিচে ঝুলে থাকা পুরু শিকড়কে কী বলা হয়? উত্তর ৯ - বটগাছের ডাল থেকে শিকড় বের হয়ে বাতাসে ঝুলে থাকে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা পৃথিবীতে প্রবেশ করে স্তম্ভে পরিণত হয়। এই শিকড়গুলিকে বারোহ বা প্রাপ শিকড় বলা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বলুন তো মিথ্যা বলার পরে শরীরের কোন 'অঙ্গ' গরম হয়...? মিথ্যাবাদী ধরে ফেলুন 'এইভাবে'...