Guava Eating Benefit: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, আর ফল খান সঠিক সময়ে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Right time to eat Guava: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, তবে কখন খাবেন এই ফলগুলি, জেনে নিন সঠিক সময়
advertisement
1/8

আপেল ও পেয়ারা দু'টিই আমাদের পরিচিত ফল। এই দুটির মধ্যে কোন ফল বেশি উপকারী তা নিয়ে বিতর্ক কিন্তু কম হয়না। এই দুটি ফলের পুষ্টিগুণ নিয়ে আলোকপাত করেছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব।
advertisement
2/8
আসলে দু'টি ফলই কমবেশি খাওয়া উচিত সকলের। আপেলের কিছু পুষ্টিগুণ আছে যা পেয়ারাতে নেই। কিন্তু পেয়ারাতে আবার প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।
advertisement
3/8
পেয়ারাতে প্রচুর দানা থাকে। তাই অনেকে খেতে পারেন না। শিশু এবং বয়স্কদের খেতে অসুবিধে হয় অনেক সময়। কিন্তু আপেল সবাই খেতে পারেন।
advertisement
4/8
দু'টি ফলেই প্রচুর ফাইবার রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। ফলে চোখ বুজিয়ে দুটি ফল খেতে পারেন। কোনো অসুবিধা নেই।
advertisement
5/8
তবে আপেলের তুলনায় পেয়ারাতে শর্করার পরিমাণ কিছুটা কম রয়েছে। ফলে ডায়াবেটিস রুগিরা পেয়ারা খেতে পারেন। আপেল খেলেও খুব বেশি সমস্যা নেই।
advertisement
6/8
আপেলে থাকা ফাইবার শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে। ফলে হার্টের রোগ, হাই ব্লাডপ্রেশার থেকে রক্ষা করে আপেল।
advertisement
7/8
পুষ্টিবিদ জানান, পেয়ারা খাওয়ার সঠিক সময় হল ব্রেকফাস্ট বা জলখাবার খাওয়ার আধ ঘণ্টা পর। অথবা লাঞ্চ বা দুপুরের খাবার খাওয়ার ১ ঘণ্টা আগে।তবে, রাতে একেবারেই পেয়ারা খাবেন না। ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বরও আসতে পারে।
advertisement
8/8
আপেল খাওয়াও উচিত ভর্তি পেটে কারণ এই সময়ে ফল খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে৷ তবে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চের পর এই সময়ের মধ্যেই আপেল খাওয়া উচিত৷ পাশাপাশি সবচেয়ে বেশি দেরি করে বিকেলের মধ্যেই ফল খেয়ে নেওয়া উচিত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guava Eating Benefit: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, আর ফল খান সঠিক সময়ে