TRENDING:

Guava Eating Benefit: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, আর ফল খান সঠিক সময়ে

Last Updated:
Right time to eat Guava: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, তবে কখন খাবেন এই ফলগুলি, জেনে নিন সঠিক সময়
advertisement
1/8
পেয়ারা নাকি আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন,  ফল খান সঠিক সময়ে
আপেল ও পেয়ারা দু'টিই আমাদের পরিচিত ফল। এই দুটির মধ্যে কোন ফল বেশি উপকারী তা নিয়ে বিতর্ক কিন্তু কম হয়না। এই দুটি ফলের পুষ্টিগুণ নিয়ে আলোকপাত করেছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব।
advertisement
2/8
আসলে দু'টি ফলই কমবেশি খাওয়া উচিত সকলের। আপেলের কিছু পুষ্টিগুণ আছে যা পেয়ারাতে নেই। কিন্তু পেয়ারাতে আবার প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।
advertisement
3/8
পেয়ারাতে প্রচুর দানা থাকে। তাই অনেকে খেতে পারেন না। শিশু এবং বয়স্কদের খেতে অসুবিধে হয় অনেক সময়। কিন্তু আপেল সবাই খেতে পারেন।
advertisement
4/8
দু'টি ফলেই প্রচুর ফাইবার রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে‌। ফলে চোখ বুজিয়ে দুটি ফল খেতে পারেন। কোনো অসুবিধা নেই।
advertisement
5/8
তবে আপেলের তুলনায় পেয়ারাতে শর্করার পরিমাণ কিছুটা কম রয়েছে। ফলে ডায়াবেটিস রুগিরা পেয়ারা খেতে পারেন। আপেল খেলেও খুব বেশি সমস্যা নেই।
advertisement
6/8
আপেলে থাকা ফাইবার শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে। ফলে হার্টের রোগ, হাই ব্লাডপ্রেশার থেকে রক্ষা করে আপেল।
advertisement
7/8
পুষ্টিবিদ জানান, পেয়ারা খাওয়ার সঠিক সময় হল ব্রেকফাস্ট বা জলখাবার খাওয়ার আধ ঘণ্টা পর। অথবা লাঞ্চ বা দুপুরের খাবার খাওয়ার ১ ঘণ্টা আগে।তবে, রাতে একেবারেই পেয়ারা খাবেন না। ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বরও আসতে পারে।
advertisement
8/8
আপেল খাওয়াও উচিত ভর্তি পেটে কারণ এই সময়ে ফল খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে৷ তবে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চের পর এই সময়ের মধ্যেই আপেল খাওয়া উচিত৷ পাশাপাশি সবচেয়ে বেশি দেরি করে বিকেলের মধ্যেই ফল খেয়ে নেওয়া উচিত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Guava Eating Benefit: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, আর ফল খান সঠিক সময়ে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল