Whirls In Head: কারও মাথায় দুটো টিকি, কারও তিনটে! কেন এমন হয়? জানলে চমকে যাবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Whirls In Head: মজার ছলে বলা হয় মাথায় দু’টি মোড় থাকলে তাঁর নাকি দুটো বিবাহ হয়। একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়।
advertisement
1/6

মানুষের মাথায় চুলের গড়ন অনুযায়ী টিকি বা মোড় তৈরি হয়। মহিলাদের লম্বা চুল বলে তা খুব একটা বোঝা যায় না। কিন্তু ছেলেদের চুলের গড়ন এমনই যে তাঁদের মাথায় কটা টিকি আছে তা স্পষ্ট বোঝা যায়।
advertisement
2/6
মজার ছলে বলা হয় মাথায় দু’টি মোড় থাকলে তাঁর নাকি দুটো বিবাহ হয়। একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়।
advertisement
3/6
কিন্তু এই দুটি মোড়ের পেছনে বৈজ্ঞানিক ব্যাখা আছে। বংশগতির কারণে মাথায় অনেক সময় একের অধিক টিকি বা মোড় দেখা যায়।
advertisement
4/6
দু’টি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন। বিশেষজ্ঞদের দাবি, কোনও পুরুষ বা মহিলার মাথায় এমন মোড় থাকলে বুঝতে হবে এটি তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনও সদস্যর থেকে পেয়েছেন।
advertisement
5/6
তবে এতে অস্বাভাবিক কিছু নেই। এটি শরীরের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে, জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যাঁদের মাথায় দু’টি মোড় থাকে তাঁরা অত্যন্ত শুভ হয়ে থাকেন।
advertisement
6/6
এঁরা খুব স্পষ্টবাদী, ধৈর্যশীল স্বভাবের হয়ে থাকেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। সকলকে সহায়তা করেন। তবে এঁরা যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার চিন্তা করেন। সব সময় এঁদের প্রচেষ্টা থাকে, কী ভাবে আশেপাশের লোকদের খুশি করা যায়। Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Whirls In Head: কারও মাথায় দুটো টিকি, কারও তিনটে! কেন এমন হয়? জানলে চমকে যাবেন