Health Benefits of Sheuli Flower: জীবনের সব রোগ ছুমন্তর! মাত্র এক মাস পাওয়া যায়! ‘এই’ গাছের পাতা-ফুল ওষুধের অফুরন্ত ভান্ডার!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
advertisement
1/5

শিউলি ফুলকে অনেক জায়গায় স্বর্গের ফুল বলে দাবি করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ জানিয়ে দেয় পুজো আসছে। কিন্তু এই ফুলের গাছে লুকিয়ে রয়েছে হাজার রোগের সমাধান।
advertisement
2/5
আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ অভিরাজ দাশগুপ্ত জানিয়েছেন, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য শিউলি ফুল ব্যবহারে আয়ুর্বেদে ওষুধ তৈরি করা হয়। কোমরের ব্যথা, বাতের ব্যথায় ভীষণভাবে উপকারী শিউলি পাতার চা।
advertisement
3/5
যদি জ্বর কমতে না চায়, তাহলেও শিউলি পাতা দারুন কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলছেন, তেতো হলেও এই পাতা জলে ফুটিয়ে মধু এবং গোলমরিচ সহযোগে খেলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি
advertisement
4/5
তিনি জানিয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিউলি পাতার বেশ কার্যকরী। যেহেতু শিউলি ফুলের পাতা তেতো, ফলে এই পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
advertisement
5/5
অভিরাজ বাবু জানিয়েছেন, শিউলি পাতার রস অল্প গরম করে খেলে পেটে কৃমির সমস্যা কমে যায়। তাছাড়া এই গাছের ছালের চূর্ণ গরম জলে মিশিয়ে খেলে শরীরের মেদ ঝরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Sheuli Flower: জীবনের সব রোগ ছুমন্তর! মাত্র এক মাস পাওয়া যায়! ‘এই’ গাছের পাতা-ফুল ওষুধের অফুরন্ত ভান্ডার!