Gynecological problem: টাইট জিন্স পরলে হতে পারে ভয়ানক জরায়ুর সমস্যা! পুরুষরাও সাবধান, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
টাইট জিন্স পরলে হতে পারে ভয়ানক জরায়ুর সমস্যা! পুরুষরাও সাবধান, জেনে নিন
advertisement
1/7

অফিসে হোক বা বাইরে আঁটসাঁট জিন্স পরার অভ্যাস অনেকেরই আছে। নতুন প্রজন্মের কাছে জিন্স ছাড়া ফ্যাশন যেন অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন স্টাইলের রং-বেরঙের জিন্সে ঢেকে থাকে বড় বড় শপিং মল, দোকান, ফুটপাথ। তবে কী জানেন টাইট জিন্স পরলে ক্ষতি হতে পারে?
advertisement
2/7
শুনতে অবাক লাগলেও শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে এই পরিধান বস্ত্রটি। জিন্স পরলে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়ে জানালেন ধন্বন্তরী ক্লিনিকের (নয়ডা) চিকিৎসক সঞ্জয় কুমার ভার্শনী।
advertisement
3/7
আঁটসাঁট বা টাইট ফিটিংসের জিনস পরলে শুধুমাত্র স্নায়ুতেই চাপ পড়ে না ত্বকের সংক্রমণেও ঝুঁকি থেকে যায়। এর ফলে অনেকের ত্বকে ব়্যাশ, ফোলাভাব ও ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।
advertisement
4/7
দীর্ঘ সময় ধরে টাইট জিন্স পরার ফলে উরুতে রক্ত চলাচলে সমস্যা হয়। আঁটসাঁট জিন্স পরলে উরুর এলাকায় ফুসকুড়ি হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘক্ষণ ধরে ত্বকে জিন্স লেগে থাকার কারণে ঘাম ঠিকঠাক শুকাতে পারে না যার চুলকানি ও ত্বক লাল ভাব দেখা যেতে পারে।
advertisement
5/7
টাইট জিন্স পড়লে তলপেটে বেশি চাপ পড়ে, যার ফলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যেতে পারে। এই কারণে পাকস্থলিই নয় নিতম্বের জয়েন্টগুলোও ক্ষতিগ্রস্ত হয়। তাই খুব টাইট জিন্স পরা এড়িয়ে চলতে হবে।
advertisement
6/7
টাইট জিন্স পিঠে ব্যথারও একটি অন্যতম কারণ হতে পারে। হিপ জয়েন্ট, মেরুদণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে উঠতে ও বসতে সমস্যা হতে পারে।
advertisement
7/7
টাইট জিন্স পরার ফলে মহিলাদের অল্প বয়সেই জরায়ু সংক্রমণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে মহিলারা এই সংক্রমণ সম্পর্কে জানতে পারেন না। যদি সময়মতো জরায়ু সংক্রমণের চিকিৎসা না করা হয়, তাহলে পরবর্তীতে নারীদের মা হতে সমস্যা হতে পারে। এ জন্য ঢিলেঢালা জিন্স পরা ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gynecological problem: টাইট জিন্স পরলে হতে পারে ভয়ানক জরায়ুর সমস্যা! পুরুষরাও সাবধান, জেনে নিন