Health Tips: গপগপ করে সস্তার কলা খেয়েই এই কাজ করছেন, নিজের কতটা ক্ষতি করছেন জানেন, শুনলে পস্তাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: কলার মতোই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কলার খোসায় প্রচুর মিনারেল রয়েছে, যা রূপচর্চা থেকে গেরস্থালির নানান কাজে লাগাতে পারেন।
advertisement
1/5

পুষ্টিগুণের জন্য এবং অন্যান্য ফলের তুলনায় দামে সস্তা হওয়ায় কলা অনেকের কাছেই খুব প্রিয়। খিদে পেলে অনেকেই একসঙ্গে প্রচুর কলা খেয়ে নেন৷ তারপরেই খোসাটা ফেলে দেন। কলার মতোই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কলার খোসায় প্রচুর মিনারেল রয়েছে, যা রূপচর্চা থেকে গেরস্থালির নানান কাজে লাগাতে পারেন।
advertisement
2/5
রূপোর গয়না কালো হয়ে গেছে চিন্তার কোনও কারণ নেই। কলার খোসা দিয়েই পরিষ্কার করে নিতে পারেন রূপোর গয়না। কলার খোসা মিক্সিতে পাতলা করে পেস্ট করে সুতির নরম কাপড় দিয়ে পরিস্কার করে নিন রূপোর গয়না।
advertisement
3/5
দাঁত হলদে ছাপ, কথা বলতে লজ্জা পচ্ছেন। কলার খোসার সাদা অংশটি দাঁতে ভাল করে ঘষে নিন, তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একসপ্তাহ করলেই হাতেনাতে ফল পাবেন।
advertisement
4/5
বলিরেখার সমস্যায় ভুগছেন৷ জানেন কি, বলিরেখা কমাতে ম্যাজিকের মতো কাজ করে কলার খোসা। কলার খোসা ও ডিমের কুসুম মিশিয়ে নিন মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপরেই হাতেনাতে ফল পাবেন।
advertisement
5/5
গাছের দ্রুত বৃদ্ধি চাইলে সার নয় মাটির সঙ্গে কলার খোসা মিশিয়ে দিতে পারেন। এছাড়াও কলার খোসা সারারাত ভিজিয়ে রেখে দিন সেই জল পরেরদিন সকালে গাছে দিন। এতে দ্রুত গাছের বৃদ্ধি হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গপগপ করে সস্তার কলা খেয়েই এই কাজ করছেন, নিজের কতটা ক্ষতি করছেন জানেন, শুনলে পস্তাবেন