Skin Care: ত্বক উজ্জ্বল করতে পারে এই উপাদান! ম্যাজিকাল গ্লো আনবে নিমেষে, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
ত্বক উজ্জ্বল করতে পারে এই উপাদান! ম্যাজিকাল গ্লো আনবে নিমেষে, জেনে নিন
advertisement
1/5

ত্বকের রঙ উজ্জল করতে হলুদের কোনও তুলনা হয় না। হলুদে রয়েছে ডেমেথক্সিকারকিউমিন, ডাইহাইড্রোকারকিউমিন এবং মেথোক্সিকারকিউমিন, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন হলুদ-
advertisement
2/5
হলুদ ব্যবহার করতে এক গ্লাস জল নিতে হবে, তাতে এক চামচ হলুদ মিশিয়ে জল ফুটিয়ে ঠাণ্ডা করে মুখ ধুয়ে ফেলতে হবে। এর ফলে আপনার মুখ থেকে দাগ চলে যেতে শুরু করবে এবং যে গ্লো আসবে তা অন্যরকম হবে।
advertisement
3/5
এই জল মুখের চুলকানি, জ্বালাপোড়া এবং ফুসকুড়িও কমিয়ে দেবে। এই জলকে ত্বকের যত্নের রুটিনের একটি অংশ করতে হবে। মুখের সব ধরনের অ্যালার্জি কমাতে কার্যকরী।
advertisement
4/5
এছাড়া হলুদের জল ব্রণ সারাতেও কার্যকর। তা ছাড়া একগুঁয়ে দাগও ধীরে ধীরে হালকা হতে শুরু করে। তাই আজ থেকেই এই জল দিয়ে ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত শুরু করুন।
advertisement
5/5
২ চামচ চন্দন ও হলুদ এবং গুলবাজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পরে, এই প্যাকটি হাতে ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে হাত হবে নরম ও চকচকে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care: ত্বক উজ্জ্বল করতে পারে এই উপাদান! ম্যাজিকাল গ্লো আনবে নিমেষে, জেনে নিন