Heart disease: রান্নাঘরের এই উপাদানই ভাল রাখবে হার্ট! ব্যথা, বেদনাতেও কাজ করবে ম্যাজিকের মতো
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
রান্নাঘরের এই উপাদানই ভাল রাখবে হার্ট! ব্যথা, বেদনাতেও কাজ করবে ম্যাজিকের মতো
advertisement
1/5

বাঙালি ঘরের সুস্বাদু রান্না সরষের তেল ছাড়া অসম্পূর্ণ। কিন্তু এই তেল শুধু রান্নায় স্বাদই বাড়ায় না। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারে। আসুন সরষের তেলের কিছু গুণাবলী জেনে নেওয়া যাক-
advertisement
2/5
সরষের তেল দেহে মাইক্রোবিয়াল গ্রোথ কমাতে সহায়তা করে।
advertisement
3/5
সরষের তেল ত্বক ও চুলের স্বাস্থ ভাল রাখে। ত্বকের পরিচর্যায় ও চুল মজবুত করতে সরষের তেলের কোনও তুলনা হয় না।
advertisement
4/5
দেহের যেকোনও যন্ত্রনায় আরাম দিতে পারে সরষের তেল। ব্যথা বেদনায় সরষের তেল মাখলে নিমেষে উপকার মেলে।
advertisement
5/5
হেল্থলাইনের মতে, হার্ট সুস্থ রাখতে সরষের তেল খুবই উপকারী। হার্টের যত্নে রোজ সরষের তেল অত্যন্ত প্রয়োজনীয়।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Heart disease: রান্নাঘরের এই উপাদানই ভাল রাখবে হার্ট! ব্যথা, বেদনাতেও কাজ করবে ম্যাজিকের মতো