Egg Kitchen Hacks: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How to boil egg without breaking: কিন্তু ডিম সেদ্ধ করতে গেলেই একটি চেনা সমস্যায় পড়েন প্রচুর জনেই। তা হল জলে ডিম সেদ্ধ করতে গেলেই তা অনেক সময় ফেটে যায়।
advertisement
1/7

প্রোটিনের অন‍্যতম সেরা উত্‍স ডিম। শরীরে প্রোটিন-সহ অন‍্যান‍্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটাতে প্রতিদিন খাওয়া উচিত ডিম। একথা বারবার বলেন চিকিত্‍সকরাও।
advertisement
2/7
বিভিন্ন ভাবে খাওয়া যায় ডিম। তবে বেশিরভাগ সময়ই ডিম হয় সেদ্ধ করে না হয় ভেজে খাওয়া হয়। স্বাস্থ‍্যের দিক থেকে বিচার করলে সেদ্ধ ডিম আরও বেশি উপকারী।
advertisement
3/7
কিন্তু ডিম সেদ্ধ করতে গেলেই একটি চেনা সমস‍্যায় পড়েন প্রচুর জনেই। তা হল জলে ডিম সেদ্ধ করতে গেলেই তা অনেক সময় ফেটে যায়।
advertisement
4/7
ডিমের ভেতরের সব হলুদ ও সাদা অংশ বেরিয়ে আসতে শুরু করে। ফলে ডিম ফোটানোর জলও নোংরা হয়ে যায়। ডিম একেবারে নষ্ট হয়ে যায়। খাওয়া সম্ভব হয়। জলও আঁশটে গন্ধ হয়ে যায়।
advertisement
5/7
খুবই চেনা এই সমস‍্যায় পড়তে হয়েছে অনেককে। তবে জানেন কি খুব সহজে এই ঝামেলার অবসান হতে পারে। ডিম সেদ্ধ করার সময় একটি ছোট্ট হ‍্যাক মেনে চললেই কেল্লাফতে।
advertisement
6/7
শেফ পঙ্কজ ভাদৌরিয়া জানালেন একটি সহজ পদ্ধতি। তাঁর মতে, ডিম সেদ্ধ করার সময় ওই জলে এক টেবিল চামচ সাদা ভিনেগার যোগ করুন।
advertisement
7/7
ডিম ফুটবে কিন্তু খোসা ফাটবে না। এতে ডিম ঠিকমত সেদ্ধ হবে। প্রসঙ্গত, শরীরের জন‍্য অত‍্যন্ত প্রয়োজনীয় প্রোটিনের উত্‍স হল ডিম। তাই রোজের পাতে অবশ‍্যই রাখা উচিত এই খাবার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Egg Kitchen Hacks: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’