TRENDING:

Khasir Mangsho Bhat Offer: মাত্র ৬০ টাকা, ৬০ টাকা, ৬০ টাকা- খাসির মাংস সঙ্গে এক থালা ভাত, কোথায় পাবেন, রইল সুলুকসন্ধান

Last Updated:
Khasir Mangsho Bhat Offer: মুদ্রাস্ফীতিকে বুড়ো আঙুল! বেলাকোবায় খাসির মাংস ভাতের হিট অফার
advertisement
1/4
মাত্র ৬০ টাকা, খাসির মাংস সঙ্গে এক থালা ভাত, কোথায় পাবেন, রইল সুলুকসন্ধান
জলপাইগুড়ি: ৬০ টাকায় পেট ভরতি খাসির মাংস ভাত! মূল্যবৃদ্ধির এই সময়ে এত কম অর্থের বিনিময়ে খাসির মাংস মিলছে এই জায়গায়। অবাক করা কাণ্ড জলপাইগুড়িতে। খাসির মাংস আর আনলিমিটেড গরম ভাতের সুগন্ধে জলপাইগুড়ির বেলাকোবায় রীতিমতো যুদ্ধ চলছে প্রতিদিন।জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা স্টেশনে ঢুকতেই চোখে পড়বে গরম ধোঁয়া ওঠা খাসির মাংস ভাতের দোকান। Photo- Collected
advertisement
2/4
ভাতের থালা উপচে পড়ছে—আর তার দাম? মাত্র ৬০ টাকা! এই টাকায় শুধু মাংস ভাত নয়, সঙ্গে আবার মিলবে তরকারি, ডাল আর আনলিমিটেড ভাত। সকাল হতেই শুরু হয় খাওয়ার লাইন, বিকেল পর্যন্ত ভিড় লেগেই থাকে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ—রকমারি পদ আর নির্দিষ্ট টাকায় পেটভরে খাওয়ার নিশ্চয়তা। মাত্র ৬০ টাকায় খাসির মাংস ভাত! তবে এই দামে খাসির মাংস? আজকের দিনে অবিশ্বাস্য বললে কম বলা হয়।
advertisement
3/4
একসঙ্গে তিন-চারটি দোকান রয়েছে বেলাকোবা স্টেশন চত্বরে। প্রতিটি দোকানেই ভিড় চোখে পড়ার মতো। কোনও দোকানে ৬০ টাকা কিংবা কোনও দোকানে ৭০ টাকা... এতেই মিলছে পেট ভরা সুস্বাদু খাবার। ৬০ টাকায় মিলবে এক টুকরো বড় খাসির মাংস। অন্যদিকে, ১০ টাকা বেশি দিলেই মিলবে দু' টুকরো বড় খাসির মাংস।
advertisement
4/4
কেউ পকেটের দিকে তাকিয়ে আছেন, কেউ বা আসেন শুধুই স্বাদের টানে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা খদ্দের—সবার মুখেই এক কথা, “এই দামে এমন খাবার আর কোথাও মেলে না! বেলাকোবার এই মাটির কাছাকাছি গন্ধ মাখা দোকানগুলো যেন শুধু খাওয়ায় না, গড়ে তুলেছে এক মানবিক বন্ধন—যেখানে স্বাদ, সাধ্য আর সেবা মিলেমিশে একাকার। আপনি যদি একবার যান, ভাতের সঙ্গে মনটাও ভরে উঠবে নিশ্চয়! Input- Surajit Dey
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Khasir Mangsho Bhat Offer: মাত্র ৬০ টাকা, ৬০ টাকা, ৬০ টাকা- খাসির মাংস সঙ্গে এক থালা ভাত, কোথায় পাবেন, রইল সুলুকসন্ধান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল