Kaushiki Amavasya Rituals: আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিচ বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য।
advertisement
1/7

আসছে কৌশিকী অমাবস্যা। আগামী ১ সেপ্টেম্বর, রবিবার পালিত ও উদযাপিত হবে ভাদ্রমাসের এই জাগ্রত অমানিশা।
advertisement
2/7
কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিচ বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য। বলছেন জ্যোতিষী চক্রপাণি ভাট।
advertisement
3/7
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোন কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন।
advertisement
4/7
কৌশিকী অমাবস্যায় ঘরবাড়ি এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই তিথিতে এঁটো বাসন ফেলে রাখবেন না।
advertisement
5/7
একটি নারকেল কিনে ৫ টুকরো করুন। তার পর এক টুকরো নারকেল বাড়ির সদর দরজায় সারা রাত রেখে দিন। পরে ৫ টুকরো নারকেল জলে বিসর্জন দিন।
advertisement
6/7
এদিন মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান। তাহলে রাহু ও কেতুর প্রভাবমুক্ত হবেন।
advertisement
7/7
বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দু’টি তিলতেলের প্রদীপ। তাহলে কুপ্রভাব দূর হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kaushiki Amavasya Rituals: আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা