TRENDING:

Kareena Kapoor Khan : মৃদু গোলাপি অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, ভাই রণবীরের বিয়েতে আকর্ষণের মধ্যমণি করিনা

Last Updated:
Kareena Kapoor Khan : করিনার স্টাইল স্টেটমেন্ট আরও একবার তাঁকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে৷
advertisement
1/11
অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, রণবীরের বিয়েতে মধ্যমণি করিনা
ভাই রণবীরের বিয়েতে নজর কেড়ে নিলেন করিনা কপূর খান৷ কনে আলিয়ার থেকে তাঁকে কম সুন্দরী দেখায়নি৷ করিনার স্টাইল স্টেটমেন্ট আরও একবার তাঁকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে৷
advertisement
2/11
মনীশ মালহোত্রার সামার ক্যুতুর বা গ্রীষ্মের পোশাক সম্ভার থেকে হাল্কা গোলাপি রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন বেবো৷
advertisement
3/11
করিনার ছবি পোস্ট করেছেন মনীশ নিজেও৷ জানিয়েছেন, অরগ্যাঞ্জা এই শাড়ি জুড়ে আছে আসল জড়ির ঘন কাজ৷
advertisement
4/11
শাড়ির সঙ্গে করিনা বেছে নেন ঘন কাজ করা স্ট্র্যাপি ব্লাউজ৷ অঙ্গে ভারী অলঙ্কারের মধ্যে ছিল তিন লহরী মুক্তোর নেকলেস, ঝোলা দুল ও মাঙ্গটীকা৷ তবে করিনার স্টাইল স্টেটমেন্ট ছিল হাতের পোটলি বটুয়া৷ খোলা স্ট্রেট চুলের সঙ্গে জমে উঠেছিল তাঁর এই অ্যাকসেসরিজ৷
advertisement
5/11
পছন্দের স্মোকি আই লুক এ বার করেননি করিনা৷ পরিবর্তে তাঁর পছন্দ ছিল পিঙ্ক ন্যুড মেকআপ এবং তোখে কাজলের হাল্কা স্পর্শ৷
advertisement
6/11
স্ত্রীর পোশাকের সঙ্গে ম্যাচ করে সইফ আলি খান পরেছিলেন হাল্কা গোলাপি রঙের শার্ট, সাদা জ্যাকেট ও সাদা ট্রাউজার্স৷ বিয়েবাড়িতে দু’জনের প্রবেশ ছিল আক্ষরিক অর্থেই রাজকীয়৷
advertisement
7/11
তবে করিনার স্টাইল স্টেটমেন্ট ছিল হাতের পোটলি বটুয়া৷ খোলা স্ট্রেট চুলের সঙ্গে জমে উঠেছিল তাঁর এই অ্যাকসেসরিজ৷
advertisement
8/11
রণবীর-আলিয়ার মেহন্দিতেও করিনা পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক৷ প্যাস্টেল শেডের লেহঙ্গা, গভীর ভি নেক ব্লাউজ ও ওড়নায় ছিল কাচের কাজ৷
advertisement
9/11
বিয়েবাড়ির সাদে দিদি করিশ্মার সঙ্গে করিনার বেশ কিছু পোশাক এখন ঘুরছে নেটমাধ্যমে৷
advertisement
10/11
ভাইয়ের বিয়েতে রীতি রেওয়াজ পালনের ক্ষেত্রে দুই বোন ছিলেন মধ্যমণি৷
advertisement
11/11
রালিয়ার বিয়ে উপলক্ষে আবার এক পারিবারিক মিলনোৎসবে সামিল হলেন কপূর পরিবার৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kareena Kapoor Khan : মৃদু গোলাপি অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, ভাই রণবীরের বিয়েতে আকর্ষণের মধ্যমণি করিনা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল