TRENDING:

Kanchenjunga View Point: কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা! বন্ধ থাকছে এই ভিউ পয়েন্ট! পাহাড়ে যাওয়ার আগে জানুন

Last Updated:
Kanchenjunga View Point: বন্ধ থাকছে এই ভিউ পয়েন্ট! দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার! হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা! জানুন
advertisement
1/5
কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা! বন্ধ থাকছে এই ভিউ পয়েন্ট! পাহাড়ে যাওয়ার আগে জানুন
নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের রাচেলা ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্গা পরিদর্শনের জন্য বনদফতর সব ধরনের ব্যবস্থা তৈরি করেছিল। রাচেলা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য সাড়ে তিন কিমি গভীর জঙ্গলপথের রাস্তা পরিষ্কার করা হয়েছিল, যেখানে ২৬ জানুয়ারির মধ্যে পর্যটকদের জন্য নতুন পরিষেবা চালু হওয়ার কথা ছিল।
advertisement
2/5
তবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি পর্যটকদের জন্য মুকুব করার সিদ্ধান্তের কারণে এই অঞ্চলে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে, বিশেষ করে লাভা, লোলেগাও, কোলাখাম ও ডুয়ার্স বেড়াতে আসা পর্যটকদের মধ্যে। এই পরিস্থিতিতে, রাচেলা ভিউ পয়েন্ট চালু না হওয়ায় পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
advertisement
3/5
বনদফতর সূত্রে জানা গেছে, আপাতত রাচেলা ভিউ পয়েন্ট বন্ধ রাখা হয়েছে, এবং এটি চালু হওয়ার কোনও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের নর্থ রেঞ্জের প্রবেশ পথেই রাচেলা, ছাঙ্গে ফলস এবং চোদ্দ ফেরি ট্রেকের পথ রয়েছে। তবে, রাচেলা ভিউ পয়েন্টের জন্য পর্যটকরা এখনও অপেক্ষা করছেন, যা বনদফতরের সাম্প্রতিক সিদ্ধান্তের পর কার্যত বন্ধ রয়েছে।
advertisement
4/5
নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান একমাত্র ভার্জিন ফরেস্ট হিসেবে পরিচিত, যেখানে এখনো ইকো ট্যুরিজম বা পর্যটন পরিষেবা চালু হয়নি। এখানে বাঘ, ভাল্লুক, বাইসন ও অন্যান্য বিলুপ্তপ্রায় প্রজাতির বন্যপ্রাণী স্বাভাবিকভাবে বিচরণ করছে। জঙ্গলে প্রবেশের প্রধান পথ কোর এলাকার মধ্য দিয়ে চলে যাওয়ায়, এন্ট্রি ফি মুকুবের ফলে অতিরিক্ত পর্যটক ও সাধারণ মানুষের আগমন বন্যপ্রাণী এবং জঙ্গল পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, এমন আশঙ্কা রয়েছে। এই কারণেই আপাতত রাচেলা ভিউ পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
advertisement
5/5
গরুমারা বন্যপ্রান বিভাগের ডি এফ ও দ্বিজপ্রতীম সেন জানান, রাচেলা ভ্রমনের ব্যবস্থা উপর মতো হলের নির্দেশেই করা হয়েছিল।আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছিল। জনপ্রতি ২০ বা ৫০ টাকা করে এন্ট্রি ফি রেখে গাড়ির ফি নিয়ে বেড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছিল।কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন রাচেলা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য।আপাতত চোদ্দ ফেরি ট্রেকিং ছাড়া রাচেলা ভিউ পয়েন্ট যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে এখন কিছুই ভাবা হয়নি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kanchenjunga View Point: কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা! বন্ধ থাকছে এই ভিউ পয়েন্ট! পাহাড়ে যাওয়ার আগে জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল