TRENDING:

Health Tips: বিষ তেতো...! নাম শুনলেই গায়ে জ্বর! 'এই' আগাছাই ডায়াবেটিসের যম! খালি পেটে খেলেই ছুমন্তর টাইফয়েড-ম্যালেরিয়া

Last Updated:
Health Tips: কালমেঘ পাতা স্বাদে তেতো বলে অনেকেরই এর নাম শুনলে গায়ে জ্বর চলে আসে৷ কিন্তু এই পাতাই জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ নিরাময়ে বিরাট উপকারী৷
advertisement
1/8
বিষ তেতো..! নাম শুনলেই গায়ে জ্বর! 'এই' আগাছাই ডায়াবেটিসের যম! রোজ খেলেই মিরাকেল
বর্ষাকাল শুরু হতে না হতেই রোগবালাই বেড়েই চলেছে। প্রায় সব বাড়ির মানুষই জ্বর-সর্দিতে ভুগছেন। একই সঙ্গে বাড়ছে ম্যালেরিয়া ও টাইফয়েড।
advertisement
2/8
কখনও কখনও দীর্ঘস্থায়ী জ্বর গুরুতর অসুস্থতার লক্ষণ। এমন পরিস্থিতিতে অনেকেই ছুটছেন চিকিৎসকের কাছে। কিন্তু, জানেন কি, ওষুধ ছাড়াও এই পাতা খেয়ে জ্বর থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
3/8
আপনার বাড়ির আশেপাশেও এই গাছ দেখা যায়৷ অনেকে আবার আগাছা ভেবে তুলে ফেলে দেন৷ তবে আপনি কিন্তু এই ভুল করবেন না৷ এই গাছটির নাম হল কালমেঘ৷
advertisement
4/8
কালমেঘ পাতা স্বাদে তেতো বলে অনেকেরই এর নাম শুনলে গায়ে জ্বর চলে আসে৷ কিন্তু এই পাতাই জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ নিরাময়ে বিরাট উপকারী৷
advertisement
5/8
গুরুতর রোগ নিরাময়ের জন্য গ্রামের লোকেরা বহুকাল ধরে এই ভেষজের ব্যবহার করে আসছে৷ যা খালি পেটে খাওয়া শরীরের জন্য বিশেষ উপকারী৷ কালমেঘ পাতার প্রচুর গুণ রয়েছে৷ যেমন- যেকোনও ধরনের জ্বর ম্যালেরিয়া, টাইফয়েড, কালা জ্বর এবং দীর্ঘস্থায়ী জ্বরের ক্ষেত্রে এটি উপকারী৷
advertisement
6/8
পুষ্টিবিদ অভিজিৎ সেন বলেন, কালমেঘ পাতার রস খালি পেটে খেলে যেকোনও ধরনের জ্বর সেরে যায়। এই পাতায় এত গুণ রয়েছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে৷ কালমেঘ পাতা ডায়াবেটিস এর অব্যর্থ ওষুধ৷
advertisement
7/8
লিভারের কোনও সমস্যা থাকলে এই পাতা ব্যবহার করা যেতে পারে। লিভারের সমস্যায় এই গাছের পাতা খেলে তা নিমেষে কমে যায়৷ বিশেষজ্ঞের মতে, কালমেঘ পাতা আর্থ্রাইটিস ও গাউট (বাত) এর ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। ১৫ থেকে ২০টি কালমেঘ পাতার রস করে প্রতিদিন খেলে আর্থ্রাইটিসের সমস্যা কমবে।
advertisement
8/8
পুষ্টিবিদ অভিজিৎ সেন বলেন, ডায়াবেটিস, ক্যানসারের মত রোগ নিরাময়ে কালমেঘ বিরাট উপকারী। এছাড়াও চামড়ার সমস্যা, বাচ্চাদের জ্বর- সহ নানা রোগ অসুখের ধন্বন্তরি এই কালমেঘ পাতা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: বিষ তেতো...! নাম শুনলেই গায়ে জ্বর! 'এই' আগাছাই ডায়াবেটিসের যম! খালি পেটে খেলেই ছুমন্তর টাইফয়েড-ম্যালেরিয়া
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল