TRENDING:

Weekend Trip: হোমস্টের জানালা খুললেই হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা, কালিম্পংয়ের 'এই' গ্রাম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

Last Updated:
Weekend Trip: আকাশ পরিষ্কার থাকে, তবে কাফেরগাঁও থেকে আপনাকে দেখা যাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ি পাখিদের কিচিরমিচিরের মধ্যে দু’দিনের শান্তিপূর্ণ ছুটি কাটাতে চাইলে কাফেরগাঁও হবে আপনার আদর্শ গন্তব্য।
advertisement
1/5
হোমস্টের জানালা খুললে হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা, কালিম্পংয়ের এই গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য
*কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন স্থান লোলেগাঁওয়ের কাছেই এক অপরূপ শান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে কাফেরগাঁও। এখানে প্রকৃতির মায়াজালে ঘেরা পাহাড়ি জনপদ, যেখানে ঘন জঙ্গল, পাখিদের সুরে সুরে আর পাহাড়ি ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
advertisement
2/5
*কাফেরগাঁও নামের উৎপত্তি একটি ফুলের নাম থেকে। লেপচা ভাষায় এই ফুলের নাম 'কাফের', আর এই ফুলের উপস্থিতি থেকেই গ্রামের নামকরণ হয় কাফেরগাঁও। লোলেগাঁও থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি কালিম্পং থেকে ৪৫ কিলোমিটার দূরে।
advertisement
3/5
*যদি আকাশ পরিষ্কার থাকে, তবে কাফেরগাঁও থেকে আপনাকে দেখা যাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ি পাখিদের কিচিরমিচিরের মধ্যে দু’দিনের শান্তিপূর্ণ ছুটি কাটাতে চাইলে কাফেরগাঁও হবে আপনার আদর্শ গন্তব্য।
advertisement
4/5
*কাফেরগাঁও থেকে আপনার ট্রিপ আরও একধাপ এগিয়ে নিতে পারেন। এখান থেকে আপনি খুব সহজেই লাভা, লোলেগাঁও, চারখোল ঘুরে আসতে পারেন। কোলাখাম, পাবং এবং রিশপের মতো পর্যটনস্থলগুলোও কাফেরগাঁও থেকে দূরে নয়। নিউ জলপাইগুড়ি থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব ১২৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে কাফেরগাঁও পৌঁছাতে সময় লাগে প্রায় ৪-৫ ঘণ্টা।
advertisement
5/5
*এই শান্ত গ্রামে পরিবেশ এমনভাবে আপনাকে মুগ্ধ করবে যে, আপনি জানবেন এটাই আপনার কাঙ্খিত শান্তির ঠিকানা। অফবিট ও নির্জন জায়গায় সময় কাটাতে চান, এমন পর্যটকদের জন্য কাফেরগাঁও নিঃসন্দেহে সেরা গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: হোমস্টের জানালা খুললেই হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা, কালিম্পংয়ের 'এই' গ্রাম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল