মাত্র ৫ টি কাজ এখনই শুরু করুন, চুল নিয়ে আপনার সব চিন্তা দূর হবে পুজোর আগেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Hair Care: পুজোর আগে আপনিও আপনার লম্বা চুলের রাশিকে করে তুলুন জটমুক্ত৷ মেনে চলুন শুধু পাঁচটি ধাপ৷ তাহলেই আপনার চুলও হয়ে উঠবে প্রস্রবণের মতোই প্রাণবন্ত
advertisement
1/7

ফ্যাশন দুনিয়ায় কে-বিউটি এখন দারুণ ট্রেন্ডিং৷ বিশেষ করে রেশমকোমল চুল ও পেলব ত্বকের জন্য সকলেই অনুসরণ করছেন কোরীয় সুন্দরীদের৷ পুজোর আগে আপনিও আপনার লম্বা চুলের রাশিকে করে তুলুন জটমুক্ত৷ মেনে চলুন শুধু পাঁচটি ধাপ৷ তাহলেই আপনার চুলও হয়ে উঠবে প্রস্রবণের মতোই প্রাণবন্ত৷
advertisement
2/7
ত্বকের মতো চুলেও স্ক্রাবিং করেন কোরীয় সুন্দরীরা৷ একে বলা হয় ‘স্ক্যাল্প স্কেলিং৷’ স্ট্রিম-স্ক্রাব-রিনস পদ্ধতিতে তাঁরা পরিষ্কার করেন চুল৷ চুলের উপযোগী স্কেলিং জেল ব্যবহার করতে পারেন আপনি৷ সঙ্গে দিন হাল্কা মাসাজ৷ ঘণ্টা দুয়েকের এই পদ্ধতিতে আপনার স্ক্যাল্প পরিষ্কার থাকবে৷ চুলের বৃদ্ধি বাড়বে৷
advertisement
3/7
এর পর চুল পরিষ্কার করার পালা৷ এর জন্য শ্যাম্পুই ভরসা৷ তবে শ্যাম্পু বাছুন চুলের ধরন মনে রেখে৷ প্যারাবেন ও অন্য ক্ষতিকর রাসায়নিক-সহ শ্যাম্পু বা কন্ডিশনার কখনওই কিনবেন না৷ এমন শ্যাম্পু ব্যবহার করুন যাতে চুল ও স্ক্যাল্প অতিরিক্ত ড্রাই না হয়ে যায়৷ পি-এইচ ব্যালান্স নষ্ট হলেও চলবে না৷
advertisement
4/7
পরের ধাপে চুলের রাশি হাইড্রেট করুন৷ টাওয়েল ড্রাই বা তোয়ালে দিয়ে চুল জড়িয়ে শুকিয়ে নিন৷ এর পর দিন নারিশিং ও হাইড্রেটিং কন্ডিশনার৷ চুলে যাতে কন্ডিশনার ভাল করে মিশে যায়, সেদিকে খেয়াল রাখুন৷ এর ফলে চুল মসৃণ হবে৷ জট পড়বে না৷
advertisement
5/7
চুল ময়শ্চারাইজ করতেও ভুলবেন না৷ তার জন্য ব্যবহার করুন হাইড্রেটিং হেয়ার ক্যাপস৷ এতে চুলে ময়শ্চারাইজার যোগ হয়ে চুল আর্দ্র থাকবে৷ কন্ডিশনিংয়ের ফলে চুল হাইড্রেটেড থাকবে৷
advertisement
6/7
ত্বকের মতো চুলেও স্ক্যাল্প টোনার, স্ক্যাল্প সিরাম ও হেয়ার এসেন্স ব্যবহার করেন কোরীয়রা৷ স্ক্যাল্প টোনার মাথা থেকে খুশকি ও দূষণজনিত ক্ষতি দূর করে৷ হেয়ার ফলিকলস ঠিক রেখে চুলের বৃদ্ধি বজায় রাখে৷
advertisement
7/7
হেয়ার এসেন্স দিলে চুলে সব সময় মিষ্টি গন্ধ থাকে৷ চুল চটচটে না করে মসৃণ করে তোলে এই উপকরণ৷ তবে চুলের জন্য যা-ই কিনুন না কেন, উপকরণ সব সময় দেখে তার পরই নেবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মাত্র ৫ টি কাজ এখনই শুরু করুন, চুল নিয়ে আপনার সব চিন্তা দূর হবে পুজোর আগেই