Jaya Ekadashi 2024: Lucky Zodiac Signs: আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি, চাকরির প্রোমোশনে বেতন বৃদ্ধি, সম্পদের পাহাড়, ব্যবসায় প্রচুর লাভ...আজ জয়া একাদশীতে কপাল খুলবে এই ৫ রাশির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jaya Ekadashi 2024: Lucky Zodiac Signs: এ বছর জয়া একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে৷ পঞ্জিকা অনুসারে প্রীতি যোগ, আদ্রা নক্ষত্র ও আয়ুষ্মান যোগের শুভ ফলাফল লাভ করবেন একাধিক রাশির জাতক জাতিকা৷
advertisement
1/7

আজ জয়া একাদশীর পুণ্য তিথি৷ অন্যান্য একাদশীর মতো এদিনও পূজিত হবেন ভগবান বিষ্ণু৷ বলা হয় এই তিথি নিষ্ঠা ভরে পালন করলে তুষ্ট হন শ্রীবিষ্ণু৷
advertisement
2/7
এ বছর জয়া একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে৷ পঞ্জিকা অনুসারে প্রীতি যোগ, আদ্রা নক্ষত্র ও আয়ুষ্মান যোগের শুভ ফলাফল লাভ করবেন একাধিক রাশির জাতক জাতিকা৷ বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
3/7
মেষরাশির জাতক জাতিকাদের উপর এই তিথির শুভ যোগের প্রভাব পড়বে বিশদভাবে৷ মানসিক উদ্বেগ কাটবে৷ চাকরিতে উন্নতির সম্ভানা আসবে৷ উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি হতে পারে৷ স্বাস্থ্য উন্নত হবে৷ প্রেমে আনন্দ পাবেন৷
advertisement
4/7
বৃষ রাশির জাতক জাতিকারা নতুন উপলব্ধি লাভ করবেন৷ জীবনে সুযোগ সুবিধে বাড়বে৷ সম্পদপ্রাপ্তির নতুন পথ খুলে যাবে৷ কাজের জায়গায় উন্নতি করে বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে৷
advertisement
5/7
সিংহরাশির জাতক জাতিকাদের জীবনের চলার পথে বাধা বিপত্তি দূর হবে জয়া একাদশীতে৷ বন্ধুদের সাহায্যে জীবনের পথে এগিয়ে যাবেন৷ কাজের জায়গায় সিনিয়রদের সাহায্য পাবেন৷ পারিবারিক জীবন সুখকর হবে৷
advertisement
6/7
তুলারাশির জাতক জাতিকাদের জীবনে শুভ যোগ আসতে চলেছে বিস্তৃত ভাবে৷ তীর্থস্থানে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে৷ জীবনসঙ্গী পাশে দাঁড়াবেন সমস্যায়৷ সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে৷
advertisement
7/7
চাকরিজীবী ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই তিথি খুবই শুভ সংযোগ৷ এর পরিণাম শুভ হবে৷ পুরনো কাজের সুফল পেতে পারেন এত দিনে৷ ব্যবসায় উন্নতি করবেন জাতক জাতিকারা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jaya Ekadashi 2024: Lucky Zodiac Signs: আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি, চাকরির প্রোমোশনে বেতন বৃদ্ধি, সম্পদের পাহাড়, ব্যবসায় প্রচুর লাভ...আজ জয়া একাদশীতে কপাল খুলবে এই ৫ রাশির