TRENDING:

Janmashtami Rituals: জন্মাষ্টমীর পুজোয় দিন এই মিষ্টি, এই রঙের ফুল! কাটবে বিপদ, অর্থকষ্ট! পাবেন টাকা

Last Updated:
Janmashtami Rituals:এই তিথিতে কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিঘ্ন দূর হয়৷ মনোবাঞ্ছা পূর্ণ হয়৷ কোনও অর্থকষ্ট থাকে না৷
advertisement
1/7
জন্মাষ্টমীর পুজোয় দিন এই মিষ্টি, এই রঙের ফুল! কাটবে বিপদ, অর্থকষ্ট! পাবেন টাকা
সোমবার, ২৬ অগাস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী৷ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পুণ্যতিথি৷
advertisement
2/7
এই তিথিতে কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিঘ্ন দূর হয়৷ মনোবাঞ্ছা পূর্ণ হয়৷ কোনও অর্থকষ্ট থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/7
যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা জন্মাষ্টমীর আগের দিন থেকেই উদযাপন শুরু করুন৷ নিরামিষ আহার গ্রহণ করুন৷ রান্নায় সাধারণ নুনের বদলে সম্ভব হলে সৈন্ধব নুন ব্যবহার করুন৷
advertisement
4/7
জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ যাঁদের সাড়ে সাতী চলছে, তাঁরা স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন৷ সম্ভব হলে কোনও পুণ্যনদীতে স্নান করুন এই তিথিতে৷
advertisement
5/7
স্নান সেরে সাদা বা হলুদ রঙের পোশাক পরুন৷ ভুলেও কালো রঙের পোশাক পরবেন না৷ শ্রীকৃষ্ণ নিজে পীতাম্বর৷ তাই হলুদ তাঁর প্রিয় রং৷ জন্মাষ্টমীর পুজোয় তালমিছরি অবশ্যই নিবেদন করুন৷ তাঁর খুবই প্রিয় তালমিছরি৷ পুজোয় নিবেদন করুন সাদা এবং হলুদ ফুল৷
advertisement
6/7
শ্রীকৃষ্ণের পুজোয় যা ভোগ নিবেদন করবেন, তা অবশ্যই নিরামিষ হবে৷ এবং ঠান্ডা করে দেবেন৷ গরম খাবার তাঁকে নিবেদন করা হয় না৷ তাঁর ভোগে হলুদ রঙের ফল অবশ্যই দেবেন৷ হলুদ রঙের অন্যান্য খাবার যেমন পোলাও অবশ্যই নিবেদন করুন৷
advertisement
7/7
জন্মাষ্টমীতে বাড়িতে তুলসিগাছ রোপণ করা খুবই শুভ৷ পরিবার তথা সংসারের কল্যাণ হয় এই গাছ রোপণে৷ জন্মাষ্টমীতে কোনও নরনারায়কে ফিরিয়ে দেবেন না৷ বাচ্চাদের উপহার দিন৷ এই তিথিতে ভুলেও বাড়িতে ঝাঁট দেবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Janmashtami Rituals: জন্মাষ্টমীর পুজোয় দিন এই মিষ্টি, এই রঙের ফুল! কাটবে বিপদ, অর্থকষ্ট! পাবেন টাকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল